ভারতকে বিশ্বকাপের ফেভারিট মানছেন শচীন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মানছেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। দলের কম্বিনেশনের কারণে ভারতকে যেকোনো কন্ডিশনে অপ্রতিরোধ্য বলছেন তিনি।
সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডকে ১-৪ ব্যবধানে সিরিজ হারিয়েছে ভারত। ভারতের হয়ে ২০১১ সালের বিশ্বকাপজয়ী তারকা শচীন দলের সাম্প্রতিক পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে সংবাদমাধ্যম পিটিআইকে বলেন,

'বিশ্বকাপে আমাদের সম্ভাবনা কতটুকু এটা নিয়ে বলতে বিপত্তি নেই আমার; আমরা অবশ্যই ফেভারিট হয়েই নামব। আমাদের দলে বর্তমান যে কম্বিনেশন, আমরা যে কোন জায়গায় যে কোন দলের জন্য কঠিন প্রতিপক্ষ।'
তবে আসন্ন বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডকে পরাশক্তি মানছেন শচীন। এছাড়া নিউজিল্যান্ডকেও ফেভারিট মানছেন তিনি। 'আমার চোখে বিশ্বকাপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে নিউজিল্যান্ড হবে এই বিশ্বকাপের বাজির ঘোড়া।'
এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ফিরলে অস্ট্রেলিয়াও পূর্নশক্তির দল হয়ে খেলতে নামবে বিশ্বকাপ, আশা করছেন শচীন।
'আমি মনে করি অস্ট্রেলিয়া তাঁদের পূর্নশক্তি নিয়েই বিশ্বকাপে খেলবে। স্মিথ-ওয়ার্নার যখন ফিরবে এবং তাঁদের সব বোলার যখন একাদশে থাকবে তখন তাঁরা অবশ্যই শক্তিশালী হয়েই নামবে।'