ইনজেকশন নিয়ে খেলেছিলেন ইমরুল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্লে অফের নিজেদের শেষ ম্যাচ খেলার সময় পিঠে ব্যথা পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে তাই ইনজুরি নিয়েই খেলেছেন তিনি।
প্লে অফে নিজেদের সেই ম্যাচও অবশ্য খেলেছেন রংপুর রাইডার্সের বিপক্ষেই। সেই ম্যাচটিতে নিজের ইনজুরি প্রসঙ্গে ইমরুল জানান,

'শেষ ম্যাচে পিঠে একটু ব্যথা পেয়েছি আমি। একটু ঝামেলা হচ্ছিল। আজকে আমার খেলার কথা ছিল না। কিছু পেইন কিলার আর ইনজেকশন নিয়ে খেলেছি। আমার মনে হয় আরও তিন দিন বিশ্রাম পাবো, সুস্থ হয়ে যাবো আশা করি।'
বস্তুত টানা শিডিউলের কারণে বিপিএল খেলা ক্রিকেটাররা প্রায়ই ইনজুরিতে ভুগতে থাকেন। তবে ফাইনালের আগে তিন দিন বন্ধ থাকায় স্বস্তি ইমরুলের।
'শারীরিকভাবে অনেক উপকার হয়েছে তিন দিন বন্ধ পাওয়ায়। বিশ্রাম পেয়েছি আমরা। কেননা অনেক লম্বা আসর। ক্রিকেটাররা ক্লান্ত। পর্যাপ্ত বিশ্রাম পায়না অনেক সময়। খেলার মাঝে একদিন বন্ধ থাকলে ওইদিনও জিম করতে হয়।
'খেলার মাঝে তিনদিন বিশ্রাম পেলে সময়টা কাজে লাগানো যায়। আর যদি বিশ্রাম নিতে পারে সবাই তাহলে তিনদিন পর সবাই মাঠে সতেজ হয়েই আসতে পারে।'