আমি আর তামিম মিলেই সব দেখিঃ ইমরুল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অধিনায়ক হিসেবে ইমরুল কায়েস কেমন, এটা নিয়ে বিতর্ক লেগেই আছে চলতি বিপিএলে। কেননা মাঠ সামলানোর দিক দিয়ে তামিম ইকবালকেই বেশি সক্রিয় দেখা যায়। বিষয়টির খোলাসা করলেন স্বয়ং ইমরুল।
প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে আট উইকেটে হারানোর পর সাংবাদিক সম্মেলনে ইমরুল জানিয়েছেন, তিনি এবং তামিম ইকবাল দুইজনই মাঠের সব দিক সামলান।

'দল যখন ভালো করে, তখন ভালো লাগে। তামিম আর আমি একসঙ্গে অনেক আলোচনা করি। আজকে আমার একটু খারাপ লাগছিল, তাই সেভাবে সিদ্ধান্ত দিতে পারিনি। তামিম আজকে অনেকটাই দেখেছে। আমরা দুইজন মিলেই মাঠের সব বিষয় দেখি।'
উল্লেখ্য, গত বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। কিন্তু চলতি আসরের শুরুতে অজি ক্রিকেটার স্টিভ স্মিথ যোগ দেওয়ার পর নেতৃত্বে বদল আসে কুমিল্লায়।
ইনজুরির কারণে স্মিথ নিজ দেশে চলে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয় ইমরুলের। কিন্তু মাঠের খেলায় যেন ইমরুল থেকে তামিমকেই বেশি সক্রিয় মনে হয়।
তবে দল ফাইনালে পৌঁছানোর পেছনে ইমরুল কায়েসের অবদানও অস্বীকার করার মতো নয়। মাঠে প্রায়সময় ইমরুলের সঙ্গে আলোচনায় দেখা যায় তামিমকে।