মিরপুরে সঞ্জিতকে খেলা কঠিনঃ ইমরুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলকে ফাইনালে তুলতে অসাধারণ বোলিং করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফস্পিনার সঞ্জিত সাহা। ম্যাচ শেষে তাঁর অবদানের কথা ফুটে উঠলো অধিনায়ক ইমরুল কায়েসের কণ্ঠে।
চার ওভারে ১৪ রান দিয়ে এদিনে রবি বোপারার উইকেট নেন সঞ্জিত। ১৪ টি ডট বল দিয়েছেন তিনি, যা রংপুরের রানের চাকাকে থামাতে সাহায্য করেছে দলকে। সাংবাদিক সম্মেলনে ইমরুল জানান,

'আজকে মাঠে আসার আগেও তাঁকে (সঞ্জিত) খেলানো হবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। এরপরে সিদ্ধান্ত হয় সে খেলবে। কেননা রংপুরের দুইজন মূল ব্যাটসম্যান বাঁহাতি। মেহেদি চার ওভার করলে ওকে এরপরের চার ওভারে লাগবে।
'সঞ্জিত যে ধরণের বোলার সে খুব জোরে বল টার্ন করাতে পারে। মিরপুরের উইকেটে ওকে খেলা অনেক কঠিন। তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেখানে আমরা সফল।'
গত ম্যাচেই সঞ্জিতের অভিষেক হয় বিপিএলে। নিজের দ্বিতীয় ম্যাচে অসাধারণ এক কৃতিত্বের ভাগীদার তিনি। অবশ্য শুধু সঞ্জিতকে মাঠে নামানোই নয়, বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ব্যাটিংয়ে সব পরিকল্পনাই কাজে লেগেছে কুমিল্লার। ইমরুল জানান,
'আজকে আমরা বেশ পরিকল্পনা করে খেলেছি। আমাদের ব্যাটসম্যানরা অনেক লক্ষ্য নিয়ে খেলেছে। আমাদের পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভারে ৩০-৪০ রান যাই আসুক, উইকেট যেন না যায়।
'তবুও একটি উইকেট গিয়েছে। লুইস শেষ পর্যন্ত ব্যাট করেছে, এটাই বড়। কেননা আমাদের পরিকল্পনায় ছিল টপ অর্ডারের কোনও ব্যাটসম্যান যেন ম্যাচ শেষ করে আসে।'