ইনজুরি নিয়ে খেলে সফল লুইস

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পেশির ইনজুরি নিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার এভিন লুইস। তবে ইনজুরি অতোটা ভোগায় নি তাঁকে।
খেলেছেন ৫৩ বলে অপরাজিত ৭১ রানের দুর্দান্ত একটি ইনিংস। স্বভাবতই দলকে ফাইনালে তুলে দিতে পেরে উচ্ছ্বসিত তিনি। গণমাধ্যমের সামনে জানিয়েছেন,

'এখনও কিছুটা ইনজুরিতে। আমি তারপরেও চেয়েছি উইকেটে গিয়ে দেখেশুনে খেলতে। আমরা জয় পেয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
'প্রথমে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে চেয়েছি। তামিম শুরুতে ভালো করেছিলো, এরপরে বিজয় সহ আমরা ঠিকভাবেই এগিয়ে যাচ্ছিলাম।'
তামিম ইকবাল উইকেট ছাড়ার পর এনামুল হক বিজয়ের সাথে ৯০ রানের জুটি গড়েন লুইস। নিজে বাঁহাতি, সাথে সঙ্গী ডান হাতি হওয়ার কারণে ব্যাটিং একটু বেশিই উপভোগ করেছেন লুইস। জানিয়েছেন,
'ডান হাতি আর বাঁহাতি কম্বিনেশনে খেলাটা সবসময়ই দারুণ। তাহলে কিছু বাজে বল পাওয়া যায়। আমরা সেই সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছি। ফাইনাল খেলতে পারছি, তাই ভালো লাগছে।'