promotional_ad

শেষ কোয়ালিফায়ারে কুমিল্লাকে চান রাসেল

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ চারে জায়গা করে নেয়া ঢাকা ডায়নামাইটস এলিমিনেটরে চিটাগং ভাইকিংসকে পরাজিত করে খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। গ্রুপ পর্বে দুই দেখায় দু'বারই পরাজিত হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শেষ কোয়ালিফায়ারে নিজেদের প্রতিপক্ষ হিসেবে চাইছেন ডায়নামাইটস দলের উইন্ডিজ তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দুই পরাজয়ের প্রতিশোধ কোয়ালিফায়ারে নিতে চাচ্ছেন তিনি।


ফাইনালে যাওয়ার লড়াইয়ে কুমিল্লাকে পেলে নিজেদের সামর্থ্য দেখাতে চান রাসেল, যা দেখিয়েছেন চিটাগংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে ভাইকিংসদের বিপক্ষে দুইবারই হেরেছিল ঢাকা। সেই ভাইকিংসকে সোমবার নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত করে দুই হারের প্রতিশোধ নিয়েছে ঢাকা।



promotional_ad

ছয় উইকেটের বিশাল ব্যবধানে চিটাগংকে হারিয়ে কিছুটা তৃপ্ত রাসেল। এবার কুমিল্লাকে তাদের প্রতিপক্ষ চান তিনি। ভাইকিংসদের বিপক্ষে ম্যাচ জয় শেষে আন্দ্রে রাসেল বলেন,


'দুই দলই কোয়ালিফায়ার খেলছে। আমাদেরকে যেই হারবে তাঁর সাথেই খেলতে হবে। কিন্তু আমি চাইছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে। কারণ তারা আমাদেরকে শেষ দুইটি ম্যাচেই হারিয়েছে। এটা বলতে পারেন প্রতিশোধের মতো।


'আমরা তাদেরকে দেখাতে চাই সেমিফাইনালে জেতা অনেক বেশি জরুরী, কোয়ালিফায়ারের তুলনায়। চিটাগংয়ের মতো, এরা আমাদের শেষ দুই ম্যাচে হারিয়েছিল এবং আমরা তাদেরকে আজ হারিয়েছি।'



গ্রুপ পর্বে কুমিল্লার বিপক্ষে দুইটি ম্যাচেই খুব কাছে গিয়ে হেরেছে ঢাকা। প্রথম দেখায় মাত্র ৭ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় দেখায় এক রানের পরাজয়।


হজম করতে কষ্ট হচ্ছে ঢাকার অন্যতম অলরাউন্ডার রাসেলের। তাই কুমিল্লাকে কোয়ালিফায়ারে পরাজিত করে বদলা নিতে চাইছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball