হাওয়েলের জন্য বিপিএল আইপিএলের সিঁড়ি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হতে যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটার বেনি হাওয়েলের জন্য ক্যারিয়ার গড়ার বড় মঞ্চ। বিপিএলের পারফর্মেন্স দিয়ে সকলের নজরে আসছেন রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার। ডাক পাওয়ার দ্বারপ্রান্তে আছেন বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট আইপিএলে।
তৃতীয়বারের মতো বিপিএল খেললেও এখন পর্যন্ত আইপিএলে ডাক মিলেনি এই ক্রিকেটারের। তবে আইপিএলের আগামী আসরে খেলার সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তাঁর সামনে। কারণ প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স মুগ্ধ হয়েছেন হাওয়েলের বৈচিত্র্যময় বোলিংয়ে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে খেলা এবি পরবর্তী আসরে তাঁকে সেই টুর্নামেন্টে চাইবেন, আশ্বাস দিয়ে গেছেন হাওয়েলকে। এছাড়া বিশ্বের অন্যতম অভিজ্ঞ কোচ টম মুডির সাথে রংপুরে কাজ করছেন হাওয়েল। বিশ্বের বড় বড় টুর্নামেন্টে কাজ করা এই কোচ তাঁকে ভবিষ্যতে বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি করে দিবেন, বিশ্বাস হাওয়েলের।

বিপিএলের মাধ্যমেই আইপিএলের দরজা খুলতে যাচ্ছে হাওয়েলের। ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে এই ইংলিশম্যান বলেন, 'আমার খেলা তাঁর (এবি) পছন্দ হয়েছে। সে বলেছে আগামী বছর সে আমার নাম আইপিএলে তুলবে।
'আমাকে খেলা চালিয়ে যেতে হবে এবং ব্যাটে বলে ভালো পারফর্ম করতে হবে। তাঁর সাথে আলোচনা করে ভালো লেগেছে। অবশ্যই টম মুডির মতো কোচের সাথে কাজ করার সুযোগ মানে ভবিষ্যতে আরও ফ্র্যাঞ্জাইজির হয়ে খেলার সুযোগ আশা করা।'
একইসাথে বিপিএল হাওয়েলের ক্রিকেট ক্যারিয়ারকে সমৃদ্ধ করছে। বিশ্বের তারকা ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ করে দিচ্ছে এই বিপিএল। হাওয়েলের ভাষায়, 'বিপিএল অনেক বড় ভূমিকা পালন করছে আমার ক্রিকেট ক্যারিয়ারে। কারণ এখানে খেলার সুযোগ পাওয়া অনেক বড় একটি সুযোগ, এরপর পারফর্ম করা।
'বিপিএল বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটারদের এখানে এনেছে। তাই আপনার সুযোগ হবে অনেক বিশ্ব তারকাদের সাথে খেলার এবং বাংলাদেশের কন্ডিশনে পরিচিত হবেন। এশিয়ার কন্ডিশন ইংলিশ এবং অস্ট্রেলিয়ান কন্ডিশন থেকে বেশ আলাদা।'
'আমি এখানে অনেক পছন্দ করছি। রংপুর দারুণ একটি দল। তারা দারুণভাবে দল সাজিয়েছে। টম মুডি অসাধারণ কাজ করছেন এবং এই দলে বেশ কিছু অবিশ্বাস্য ভালো ক্রিকেটার রয়েছে। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেইলস, রাইলি রুশো এবং রবি বোপারা, সকলেই। এটা দারুণ একটি অভিজ্ঞতা,' তিনি আরও যোগ করেন