promotional_ad

ফিরলেন ফ্রাইলিঙ্ক, বাদ আশরাফুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সোমবার পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্লে-অফ পর্বের। যেখানে ইলিমেনেটর পর্বে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে মাঠে নামছে চিটাগাং ভাইকিংস। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি।


ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগাং ভাইকিংসয়ের অধিনায়ক মুশফিকুর রহিম।  


আজকের ম্যাচটি দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে যে হারবে তাঁর জন্য শেষ হয়ে যাবে এবারের বিপিএল। আর জয়ী দল সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলার।


promotional_ad

এদিকে এই ম্যাচে ভাইকিংস একাদশে ইনজুরি কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। এছাড়া মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে জায়গা পেয়েছেন সাদমান ইসলাম অনিক।


অন্যদিকে একটি পরিবর্তন এসেছে ঢাকার একাদশে। মিজানুর রহমানের পরিবর্তে একাদশে ফিরেছেন শুভাগত হোম।


ঢাকা ডায়নামাইটস একাদশঃ


সাকিব আল হাসান (অধিনায়ক), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, সুনিল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, উপুল থারাঙ্গা, মাহমুদুল হাসান।


চিটাগাং ভাইকিংস একাদশঃ


মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা, হার্দুস ভিজয়েন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball