বাংলাদেশ সিরিজে চোখ উইলিয়ামসনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর এবার বাংলাদেশ সিরিজে চোখ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। আসন্ন বাংলাদেশ সিরিজে তাঁর দল কেমন পারফর্মেন্স করে সেটাই দেখতে চান তিনি।
সিরিজ হারের পর উইলিয়ামসন জানিয়েছেন, যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে ভারত। বর্তমান সময়ের অন্যতম সেরা দল ধোনি-কোহলিদের দল।
এই সিরিজের পর ১৩ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিপাক্ষিক সিরিজ। তাই বাংলাদেশ সিরিজের আগে স্বরূপে ফেরাই লক্ষ্য থাকবে তাদের। উইলিয়ামসন জানান,

'এই গ্রীষ্মে আমাদের আরেকটি ওয়ানডে সিরিজ রয়েছে। আমরা সেই সিরিজটা কেমন করি, সেটা দেখতে চাই।
' অবশ্যই ভারত ৪-১ ব্যবধানে যোগ্য দল হিসেবে সিরিজ জিতেছে। ভারত এখন বিশ্বের সেরা দল গুলোর একটি।'
চলতি মাসের ১৩ তারিখ নেপিয়ারে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
এই সিরিজে আরও ২টি ওয়ানডে খেলবে দু'দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ এবং ২০ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টেস্ট সিরিজে লড়বে দু'দল।
ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজটি। হ্যামিল্টনে প্রথম টেস্টের পর মার্চের ৮ তারিখ ওয়েলিংটনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট আর শেষ টেস্টটি হবে ১৬ই মার্চ ক্রাইস্টচার্চে।