promotional_ad

বাংলাদেশের বিশ্বকাপ দলে সাব্বিরকে চান হার্শা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বিশ্বকাপের জন্য নিজের পছন্দের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছেন ভারতের ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। যে স্কোয়াডে তিনি জায়গা দিয়েছেন সাব্বির রহমানকে।


সাব্বিরকে স্কোয়াডে রাখার পেছনে হার্শা যুক্তি দিয়েছেন যেকোনো সময় বাংলাদেশের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন তিনি। বর্তমানে বিতর্কের মাঝে থাকলেও তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত বাংলাদেশের বলে মনে করেন এই ধারাভাষ্যকার। তিনি বলেন,


'সাব্বির সাম্প্রতিক সময়ে বিতর্কে আছে। বাংলাদেশের পাঁচ উইকেট নেই, সাব্বির ছয়ে বা সাতে নামল; এই সময়ে সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।'


promotional_ad

সাব্বির রহমান সর্বশেষ ২০১৮ সালের উইন্ডিজ সফরে ওয়ানডে খেলেছিলেন। এরপর শৃঙ্খলা ইস্যুতে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। 


নিষেধাজ্ঞা অনুযায়ী দলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা। কিন্তু শাস্তি কমিয়ে নিউজিল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে তাঁকে।


সেই সঙ্গে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে শুরুর দিকে সফল না হলেও ধীরে ধীরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সাব্বির। রংপুরের বিপক্ষে ৮৫ রানের ইনিংস খেলার পাশাপাশি খুলনার বিপক্ষে ৪৪, রাজশাহীর বিপক্ষে ৪৫ এবং চিটাগাংয়ের বিপক্ষে ৩২ রানের ইনিংস খেলেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 


বাংলাদেশ দলের লোয়ার অর্ডার পজিশনের বড় সমস্যার সমাধান হতে পারেন সাব্বির। নিউজিল্যান্ড সিরিজ সাব্বিরের জন্য বড় সুযোগ বিশ্বকাপের দলে নিজের জায়গা পাকাপোক্ত করার। 


বিশ্বকাপের জন্য হার্শার পছন্দের বাংলাদেশ স্কোয়াডঃ- তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball