ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিশাল জয়, হোয়াইটওয়াশ শ্রীলংকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যানবেরা টেস্টেও স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না সফরকারী শ্রীলংকা। প্রথম টেস্টে ইনিংস হারের পর দ্বিতীয় টেস্টে তারা হেরেছে ৩৬৬ রানের বিশাল ব্যবধানে। ৫১৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলংকা মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায়। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেয়া স্টার্ক হয়েছেন ম্যাচ সেরা আর সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। এই হারের ফলে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবলো সফরকারী শ্রীলংকা।
চতুর্থ দিন বিনা উইকেটে ১৭ রান নিয়ে পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নামে শ্রীলংকা। ব্যাটিংয়ে নেমেই মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে করুনারত্নে এবং অধিনায়ক চান্দিমালকে হারিয়ে বসে সফরকারীরা। করুনারত্নে ৮ এবং চান্দিমাল করেন ৪ রান।
২৮ রানে ২ উইকেট হারানো শ্রীলংকার পক্ষে হাল ধরায় চেষ্টা করছিলেন আরেক ওপেনার লাহিরু থিরিমান্নে। ব্যক্তিগত ৩০ রানে দলীয় ৫৮ রানের সময় কামিন্সের বলে তাকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই লঙ্কান। খানিকপর ডিকওয়েলাকে নিজের তৃতীয় শিকার হিসেবে প্যাভিলিয়নের পথ দেখান স্টার্ক। এরপরের বলেই কুশল পেরেরাকে বিদায় করে নিজের চতুর্থ উইকেত তুলে নেন এই পেসার।
৮৩ রানে ৫ উইকেট হারিয়ে বসা শ্রীলংকার হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র। দলীয় ৯৭ রানে ধনঞ্জয় ডি সিলভা ফিরলেও বাকি ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে একপ্রান্তে থিতু হয়ে খেলতে থাকেন কুশল সিলভা। তিনি ছাড়া আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেন নি দলের পক্ষে।
দলীয় ১৪৩ রানে ল্যাবুশেনকে উইকেট ছুঁড়ে দিলে আর ৬ রান যোগ করতেই শেষ ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে লঙ্কানরা। শেষ ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ফার্নান্ডোর স্ট্যাম্প ভেঙ্গে নিজের পঞ্চম উইকেট তুলে নেন স্টার্ক। ৪৬ রান দিয়ে স্টার্ক নেন ৫টি আর ১৫ রান খরচায় কামিন্সের শিকার ৩ উইকেট।
এর আগে নিজেদের প্রথম ইনিংসেও স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে লন্ডভন্ড হয়ে গিয়েছিল শ্রীলংকার ব্যাটিং অর্ডার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২১৫ রানে অল আউট হয় সফরকারীরা। ৫৪ রান দিয়ে ৫ উইকেট নেন স্টার্ক।

এছাড়া প্রথমে ব্যাট করে তিন সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড, কার্টিস প্যাটারসন এবং জো বার্ন্সের ব্যাটে ভর করে ৫ উইকেটে ৫৩৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। বার্ন্স ১৮০, হেড ১৬১ এবং প্যাটারসন করেন অপরাজিত ১১৪ রান।
আর নিজেদের দ্বিতীয় ইনিংসে উসমান খাওয়াজার সেঞ্চুরিতয়ে ৩ উইকেটে ১৯৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে টিম পেইনের দল। খাওয়াজার ব্যাট থেকে আসে অপরাজিত ১০১ রান। আর ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে অপরাজিত ৫৯ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৫৩৪/৫ ডিক্লে (১৩২ ওভার)
(বার্ন্স ১৮০, হেড ১৬১, প্যাটারসন ১১৪*), (বিশ্ব ফার্নান্ডো ৩/১২৬)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ ২১৫ অল আউট (৬৮.৩ ওভার)
(করুনারত্নে ৫৯, থিরিমান্নে ৪১), (মিচেল স্টার্ক ৫/৫৪)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ১৯৬/৩ ডিক্লে (৪৭ ওভার)
(উসমান খাওয়াজা ১০১*, ট্রাভিস হেড ৫৯*), (কাসুন রাজিথা ২/৬৪)
শ্রীলংকা দ্বিতীয় ইনিংসঃ ১৪৯ অল আউট (৫১ ওভার)
(কুশল মেন্ডিস ৪২, লাহিরু থিরিমান্নে ৩০), (মিচেল স্টার্ক ৫/৪৬)