বিশ্বকাপের জন্য হার্শার পছন্দের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছেন জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে জায়গা না মিললেও হার্শার ঘোষিত স্কোয়াডে জায়গা মিলেছে ইমরুল কায়েসের।
এছাড়া এই স্কোয়াডে জায়গা মিলেছে বিতর্কে থাকা সাব্বির রহমান রুম্মানেরও। সাব্বিরের ব্যাপারে হার্শার যুক্তি,

'সাব্বির সাম্প্রতিক সময়ে বিতর্কে আছে। বাংলাদেশের পাঁচ উইকেট নেই, সাব্বির ছয়ে বা সাতে নামল; এই সময়ে সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।'
নিয়মিত তারকাদের পাশাপাশি এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফিনিশিংয়ের পাশাপাশি তাঁর স্পিনেও ভরসা করছেন হার্শা।
এছাড়া বদলি উইকেটরক্ষক এবং মিডল অর্ডারে পরিপক্ব ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ মিঠুনকে স্কোয়াডে রেখেছেন এই ভারতীয় ধারাভাষ্যকার।
বিশ্বকাপের জন্য হার্শার পছন্দের বাংলাদেশ স্কোয়াডঃ- তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন।