জোসেফ ও তাঁর বিদায়ী মা'কে হোল্ডারের উৎসর্গ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে দশ উইকেটে পাওয়া জয়টি আলজারি জোসেফ ও তাঁর মাকে উৎসর্গ করেছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। জোসেফ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শুরু আগের রাতে মারা যান উইন্ডিজ পেসার আলজারি জোসেফের মা। চলমান টেস্ট ছেড়ে যাননি জোসেফ। হোল্ডার জানান,

'আমি তাঁর এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটা অনেক কঠিন। আমি দুই বা তিন বছর আগে তাঁর মাকে দেখে এসেছি। তিনি অতোটা সুস্থ ছিলেন না, কিন্তু বেঁচে থাকার লড়াইয়ে ছিলেন।
'আমার খুব খারাপ লেগেছে, যখন সকালে খবরটি শুনতে পাই। জোসেফকে কাঁদতে দেখে আরও বেশি খারাপ লাগে। আমরা তাঁর পাশে জড়ো হই এবং ম্যাচটি তাঁর জন্য জিততে চাই। ম্যাচটি আমরা জোসেফ, তাঁর মা এবং তাঁর পরিবারের জন্য উৎসর্গ করতে চাই।'
ইংল্যান্ডের বিপক্ষে জিততে ২২ বছর বয়সী জোসেফ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন চারটি উইকেট। স্পর্শকাতর মুহূর্তে ম্যাচটি নিজের ইচ্ছায় খেলেছেন তিনি, এমনটা নিশ্চিত করেছেন হোল্ডার।
'এটা পুরোপুরি তাঁর উপরে নির্ভর ছিল, সে খেলবে কিনা। মাঠে নামা থেকে আমি তো তাঁকে আর বঞ্চিত করতে পারিনা। সে যদি তাঁকে খেলার জন্য প্রস্তুত রাখে, তাহলে তো আসলে আমি তাঁকে বঞ্চিত করতে পারিনা।'