জোহানেসবার্গে সিরিজ জিতল প্রোটিয়ারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাত রানে জিতে টি-টুয়েন্টি সিরিজ (২-০) নিজেদের করে নিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে এদিনে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে প্রোটিয়ারা।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ১৮৮ রান করেছিলো তাঁরা। উদ্বোধনী জুটিতে রিজা হ্যান্ডরিক্স এবং জ্যানম্যান মালান করেন ৫৮ রান।
মালান ৩৩ রানে ফেরার পর হ্যান্ডরিক্সের সঙ্গে জুটি গড়তে আসেন ভ্যান ডার ডাসেন। কিন্তু দলীয় নব্বই রানে ফিরে যান হ্যান্ডরিক্স (২৮)। এরপরে অধিনায়ক ডেভিড মিলার যোগ দেন ডাসেনের সঙ্গে।

ফলপ্রসূ হয়নি সেই জুটিটিও। ২৭ বলে ৪৫ রান করে ফিরে যান ডাসেন। এরপরে বাকী সময়টায় দলের রান বাড়ান মিলার। ২৯ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
পাক বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম এদিন শুরু থেকেই দুর্দান্ত বল করেছেন। চার ওভার করে নয় রান দিয়ে (একটি মেডেনসহ) এক উইকেট নিয়েছেন তিনি।
বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছিল পাকিস্তানেরও। বাবর আজম ও ফখর জামান উদ্বোধনী জুটিতে তোলেন ৪৫ রান। ফখর (১৪) ফিরে গেলে বাবরের সঙ্গে যোগ দেন হুসাইন তালাত।
দুজনে মিলে গড়েন ১০২ রানের জুটি। ৫৮ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ৯০ রান করে ফিরে যান বাবর। এরপরে দ্রুতগতিতে আরও উইকেট হারায় পাকিস্তান। রানরেট বেড়ে যাওয়ায় শেষদিকে জিততে পারেনি তাঁরা, থেমেছে সাত উইকেট হারিয়ে ১৮১ রানে।
কেবল ৪১ বলে ৫৫ রান আসে তালাতের ব্যাট থেকে; বাকী যারা ব্যাট করার সুযোগ পেয়েছেন, তাঁরা দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। এদিনে তিন উইকেট নিয়েছেন অ্যান্ডিল ফেহলুকায়ো। দুইটি করে উইকেট নেন বেউরান হ্যান্ডরিক্স এবং ক্রিস মরিস।
সংক্ষিপ্ত স্কোরঃ-
দক্ষিণ আফ্রিকাঃ- ১৮৮/৩ (২০ ওভার)
(মিলার ৬৫*, ডাসেন ৪৫; ইমাদ ১/৯)
পাকিস্তানঃ- ১৮১/৭ (২০ ওভার)
(বাবর ৯০, তালাত ৫৫; ফেহলুকায়ো ৩/৩৬)