কিউইদের উড়িয়ে দিলো রোহিতের ভারত

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ৩৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী ভারত। গত ম্যাচে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিলো রোহিত শর্মার দলটি। এবার ব্যবধান আরও বাড়ালো তারা।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সফরকারী দলের অধিনায়ক রোহিত। এরপর খেলতে নেমে আম্বাতি রাইয়ুডুর ৯০ রানের অনবদ্য ইনিংসে ২৫২ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড়া করিয়েছিলো ভারত।
জবাবে খেলতে নেমে সফরকারী বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪৪.১ ওভারে মাত্র ২১৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা। ভারতের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন স্পিন তারকা যুবেন্দ্র চাহাল। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনার ১০ ওভার বোলিং করে মাত্র ৪১ রানে ৩ উইকেট শিকার করেছেন।
অপরদিকে ২টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি। ভারতীয় বোলারদের তোপে শুধু জিমি নিশাম খেলতে পেরেছেন সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান এসেছে অধিনায়ক কেন উইলিয়াসনের ব্যাট থেকে। চতুর্থ উইকেটে টম লাথাম এবং উইলিয়ামসন ৬৭ রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত তা খুব বেশি কার্যকর হয়নি কিউইদের পক্ষে।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৮ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসেছিলো ভারত। কিন্তু সেই পরিস্থিতি থেকে দলকে আম্বাতি রাইয়ুডু এবং বিজয় শঙ্কর। দুই ব্যাটসম্যান মিলে ৯৮ রানের জুটি গড়ে দলকে শতকের কোটা পার করান।
এরপর ষষ্ঠ উইকেটে কেদার যাদবের সাথে ৭৪ রানের জুটি গড়েন রাইয়ুডু। শেষ পর্যন্ত যদিও এক বল হাতে রেখে অলআউট হতে হয়েছে সফরকারীদের। তবে তার আগে বড় স্কোরের দেখা পায় তারা। রাইয়ুডু ১১৩ বলে ৯০ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছেন। এছাড়াও বিজয় শঙ্কর এবং হার্দিক পান্ডিয়া ৪৫ রান করে করেছেন।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবথেকে সফল ছিলেন ডান হাতি পেসার ম্যাট হেনরি। ১০ ওভারে ৪৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। আর ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৩৯ রানে ৩ উইকেট। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ এ সিরিজ জিতেছে ভারত।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ২৫২/১০ (৪৯.৫ ওভার) (রাইয়ুডু- ৯০, শঙ্কর-৪৫; হেনরি-৪/ ৩৫, বোল্ট-৩/৩৯)
নিউজিল্যান্ডঃ ২১৭/১০ (৪৪.১ ওভার) (নিশাম-৪৪, উইলিয়ামসন-৩৯; চাহাল-৩/৪১, শামি-২/৩৫)
ফলাফলঃ ভারত ৩৫ রানে জয়ী।
সিরিজঃ ভারত (৪-১)