ক্যানবেরা টেস্টে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ক্যানবেরা টেস্টের তৃতীয় দিন শেষে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে জয় পেতে হল??? লঙ্কানদের অসাধ্য সাধনই করতে হবে। কেননা জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ৪৯৯ রান। আজ বিনা উইকেটে ১৭ রান নিয়ে খেলা শেষ করেছে দীনেশ তারা। ৮ রান নিয়ে অপরাজিত আছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমান্নে।
এদিন ৩ উইকেটে ১২৩ রান নিয়ে খেলতে নেমে পরবর্তীতে ২১৫ রানে অলআউট হতে হয় শ্রীলঙ্কাকে। কিন্তু তাদেরকে ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে নামে অজিরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য নির্ধারিত হয় ৫১৬ রানের। অস্ট্রেলিয়ার পক্ষে ১০১ রানে অপরাজিত ছিলেন উসমান খাওয়াজা। তাঁর সঙ্গী ট্রাভিস হেড অপরাজিত ছিলেন ৫৯ রানে।
আজ দিনের শুরুতে খেলতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়তে হয়েছিলো সফরকারী শ্রীলঙ্কাকে। ফলে স্কোরবোর্ডে মাত্র ৯২ রান যোগ করে অলআউট হতে হয় তাদের। দলের পক্ষে ৫৯ রানের ইনিংস খেলেছেন ওপেনার দিমুথ করুনারত্নে। আরেক ওপেনার লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে এসেছে ৪১ রানের ইনিংস।
দারুণ বোলিং করে লঙ্কান শিবিরে ধ্বস নামিয়েছেন পেস তারকা মিচেল স্টার্ক। মাত্র ৫৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। আর ৭০ রানে ২ উইকেট নিয়েছেন স্পিনার নাথান লায়ন। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং মার্নাস লাবুশেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসেও লঙ্কানদের ওপরে ছড়ি ঘুরিয়েছিলো অস্ট্রেলিয়া। জো বার্নস, ট্রাভিস হেড এবং কার্টিস প্যাটারসনের শতকে ৫ উইকেটে ৫৩৪ রানের বিশাল পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করেছিলো স্বাগতিকরা।

ওপেনার বার্নস কাশুন রাজিথার বলে বোল্ড হওয়ার আগে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। অপরদিকে বিশ্ব ফার্নান্ডোর বলে আউট হওয়ার আগে ১৬১ রানের আরেকটি ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন হেড। আর ১১৪ রানে অপরাজিত ছিলেন ২৫ বছর বয়সী প্যাটারসন। লঙ্কানদের পক্ষে ১২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন বিশ্ব ফার্নান্ডো। এছাড়াও রাজিথা এবং চামিকা করুনারত্নে পেয়েছিলেন ১টি করে উইকেট।
অস্ট্রেলিয়ার রানের জবাবে ব্যাট করতে নেমে ৪১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছিলো শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৮২ রান যোগ করেছিলেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমান্নে।
কিন্তু দলীয় ৮২ রানের সময় প্যাট কামিন্সের ছোড়া বাউন্সারে মাথায় বল লেগে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অবস্থায় মাঠ ছাড়েন ৪৬ রান করা করুনারত্নে। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সফরকারীরা। দলীয় ৯০ রানে লায়নের বলে ফিরে যান থিরিমান্নে।
খানিক পর বোলিংয়ে এসে কুশল মেন্ডিসকে বোল্ড করেন কামিন্স।দিনের শেষ বেলায় এসে চান্দিমালকে প্যাভিলিয়নের পথ দেখান স্টার্ক। পরবর্তীতে ধনঞ্জয়া ডি সিলভা এবং কুশল পেরেরা মিলে খেলা শেষ করেন। পেরেরা ৬ এবং ধনঞ্জয়া ডি সিলভা ১ রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় দিন শেষে।
উল্লেখ্য আজ কিছুটা সুস্থ হয়ে আবারও খেলতে নেমেছিলেন লঙ্কান ওপেনার করুনারত্নে। পরবর্তীতে অর্ধশতক তুলে নেয়ার পর স্টার্কের বলে আউট হতে হয়েছে তাঁকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৫৩৪/৫ ডিক্লে (১৩২ ওভার) (হেড- ১৬১, বার্ন্স ১৮০; ফার্নান্ডো ৩/১২৬, রাজিথা- ১/১০৩)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ ২১৫/১০ (৬৮.৩ ওভার) (করুনারত্নে- ৫৯, থিরিমান্নে ৪১; স্টার্ক ৫/৫৪, লায়ন-২/৭০)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ১৯৬/৩ ডিক্লে (৪৭ ওভার) (খাওয়াজা-১০১*, হেড-৫৯*; রাজিথা- ২/৬৪, ফার্নান্ডো-১/৪৩)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসঃ ১৭/০ (৬ ওভার) (করুনারত্নে-৮*, থিরিমান্নে-৮*; লায়ন-১/০, স্টার্ক- ৬/০)