promotional_ad

মানসিক শক্তিতে এগিয়ে রংপুর

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পরাজয় দিয়ে বিপিএলের ষষ্ঠ আসর শুরু করেছিল রংপুর রাইডার্স। প্রথম দিকে ধুঁকতে থাকা দলটি গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে। যা সম্ভব হয়েছে দলে থাকা ক্রিকেটারদের মানসিক শক্তির কারণে। তাই বর্তমানে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে গত বিপিএলের চ্যাম্পিয়নরা এবং সেরা চারের বাকি দল গুলোর তুলনায় মানসিক শক্তিতেও এগিয়ে তারা।


গ্রুপ পর্বের প্রথম ছয়টি ম্যাচে মাত্র দুটিতে জয় এসেছিল মাশরাফি বিন মর্তুজার দল রংপুরের। এরপরই অন্য রূপে দেখা যায় রংপুরকে, টানা ছয়টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।


promotional_ad

এমন পরিস্থিতির সাথে আগে থেকেই পরিচিত রংপুর। বিপিএলের শেষ আসরেও প্রথম দিকে নিজেদের হারিয়ে খুঁজছিল রংপুর। খুঁড়িয়ে খুঁড়িয়ে সেরা চারে জায়গা করে নেয়া দলটি শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নিয়েছে।


তাই রংপুরকে বাকি দলগুলোর তুলনায় মানসিক দিকে এগিয়ে রাখছেন দলের বিদেশি ক্রিকেটার রবি বোপারা। রবিবার মিরপুরে সাংবাদিকদের ইংল্যান্ডের এই অলরাউন্ডার বলেন,


'হ্যাঁ। আমি মনে করি কিছুটা পার্থক্য গড়ে দিবে। মানসিকভাবে এগিয়ে আছে দলটি। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে যারা এই পরিস্থিতিতে পূর্বে খেলেছে। আমরা আশা করছি আগামীকাল হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হবে।'


পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে কোয়ালিফায়ার পর্বের প্রথম ম্যাচে আগামীকাল (সোমবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়াই করবে রংপুর। ম্যাচটি প্রতিযোগিতামূলক হবে বলে বিশ্বাস করছেন বোপারার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball