অভিভূত খালেদের প্রত্যাশা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাত্র একটি টেস্ট খেলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী পেসার খালেদ আহমেদ। এর মাধ্যমেই বোধগম্য যে খালেদের প্রতি বোর্ডের আস্থা কতটা।
বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার পর বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয় খেলা এই পেসার নিজের অভিব্যক্তি জানিয়েছেন গণমাধ্যমকে। চুক্তিতে থাকার বিষয়টি একেবারেই কল্পনাতীত ছিলো খালেদের জন্য। নতুন এই প্রাপ্তিতে অভিভূত খালেদ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন,

'আসলে আমি নিজেও জানতাম না যে ঢুকবো। হঠাৎ করে যখন জানতে পারলাম তখন অনেক ভালো লাগছিলো যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছি। নিজের কাছেই অন্যরকম মনে হচ্ছিলো বিষয়টা।'
বিসিবির কেন্দ্রীয় চুক্তির রুকি ক্যাটাগরিতে জায়গা হয়েছে খালেদের। পারফর্মেন্সের ভিত্তিতেই ধীরে ধীরে আরও উপরের ক্যাটাগরিতে ওঠার সুযোগ থাকছে তাঁর। সেই লক্ষ্য নিয়েই এই এক বছরে নিজের পারফর্মেন্সর পারদটি উঁচুতে নিয়ে যেতে চান তিনি। খালেদের ভাষ্যমতে,
'আসলে এই কাঠামোটি ভিত্তি করা হয় পারফর্মেন্সের ওপরে। আমি চাইবো যে এই একটি বছরের জন্য যে আমাকে চুক্তিবদ্ধ করেছে এই এক বছরে গত বছরের থেকে আরও বেশি পারফর্ম করার চেষ্টা করবো। তাহলে আমার উপরে ওঠার সুযোগ থাকবে বেশি।'
উল্লেখ্য জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো খালেদের। অভিষেক টেস্টে কোনও উইকেট না পেলেও দারুণ বোলিং স্কিল দেখিয়েছিলেন তিনি। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত ২৩টি ম্যাচে ৫১ উইকেট শিকার করেছেন তিনি।