promotional_ad

৩-০ এর প্রত্যাশা খালেদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এবারের বিপিএলে দুই বার মুখোমুখি হয়েছে ঢাকা ডাইনামাইটস এবং চিটাগাং ভাইকিংস। এই দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে মুশফিকের দল চিটাগাং। সুতরাং সোমবার এলিমিনেটর রাউন্ডে ডাইনামাইটসে বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী থাকছে ভাইকিংসরা।


দলটির পেসার খালেদ আহমেদ জানিয়েছেন ঢাকাকে তৃতীয়বারের মতো পরাজিত করার লক্ষ্য নিয়েই খেলবে তারা। এলিমিনেটর ম্যাচের আগের দিন সাংবাদিকদের ২৬ বছর এই পেসার ভালো খেলে ম্যাচ জেতার কথা উল্লেখ করেছেন। বলেছেন,    



promotional_ad

'ঢাকা অনেক বড় দল। তবে বড় দল হলে সমস্যা নেই। গত দুই ম্যাচে আমরা তাদের পরাজিত করেছি। এই ম্যাচেও আমি চাইবো ইনশাল্লাহ ভালো খেলবো। ভালো ক্রিকেট খেলেই ইনশাল্লাহ আমরা জিতবো।' 


সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচটিতে ২৯ রানে পরাজিত হয়েছিলো মুশফিকের ভাইকিংস। খালেদের মতামত এই ম্যাচটি জিতলেও পয়েন্ট টেবিলের তিনেই থাকতো তাঁর দল। কিন্তু এরপরেও ম্যাচটি জেতা উচিৎ ছিলো বলে মনে করেন তিনি। খালেদের ভাষ্যমতে, 'দেখুন শেষ ম্যাচে জিতলে আমরা সেই তিনেই থাকতাম। আমাদের যদিও শেষ ম্যাচটি জেতা উচিৎ ছিলো।'


বর্তমানে দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে কাজ করছেন ভাইকিংসের ক্রিকেটাররা। ঢাকার বিপক্ষে ম্যাচটিতে তিন বিভাগেই ভালো পারফর্ম করার জন্য বদ্ধপরিকর দলের সকলে। খালেদের বক্তব্যে তেমনটাই উঠে এসেছে, 



'আমাদের ব্যাটিংটি একটু খারাপ হয়েছে। তো এখন সবাই বদ্ধপরিকর যে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করার ব্যাপারে। গত ম্যাচে দেখেন আমাদের কিছু ক্যাচ মিস হয়েছে। সবগুলো নিয়েই আজকে কাজ করবো এবং সেটা কাজে লাগাতে চেষ্টা করবো,' বলেন খালেদ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball