promotional_ad

এখনও শীর্ষে তাসকিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সিলেট সিক্সার্সকে। তবে দলটি ছিটকে পড়লেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছেন পেসার তাসকিন আহমেদ।


সিক্সার্সদের জার্সিতে মোট ১২ ম্যাচে ৮.৫৫ ইকোনমি রেটে ২২ উইকেট শিকার করেছেন তিনি। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে গত ৯ই জানুয়ারির ম্যাচে ২৮ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার।



promotional_ad

তাসকিনের পর দ্বিতীয়তে অবস্থান করছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১২ ম্যাচে ৭.২৯ ইকোনমিতে ২১টি উইকেট নিয়েছেন তিনি। গত ২১শে জানুয়ারি চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং এবারের বিপিএলে। 


তালিকার তৃতীয় এবং চতুর্থতে আছেন যথাক্রমে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং চিটাগাং ভাইকিংসের পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। ১২টি ম্যাচে ৬.৬৩ ইকোনমিতে ১৯ উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। 


৮ই জানুয়ারি কুমিল্লার বিপক্ষে ১১রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন মাশরাফি। এবারের বিপিএলে এটাই তাঁর সেরা বোলিং পারফর্মেন্স। মাশরাফির সমান ম্যাচ খেলে ১৮টি উইকেট শিকার করেছেন রাহি। তাঁর বোলিং ইকোনমি ৮.৫৪। 



ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৩০শে জানুয়ারির ম্যাচে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি। রাহির পরের অবস্থানটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ সাইফুদ্দিনের। ১১টি ম্যাচে ৭.২৬ ইকোনমিতে ১৭ উইকেট দখল করেছেন তিনি। ঢাকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন ২২ বছর বয়সী এই তরুণ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball