promotional_ad

এলিমিনিটের রাউন্ডে সাকিবদের প্রতিপক্ষ মুশফিকরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামীকাল বিপিএলের এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস এবং মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস। এই ম্যাচে পরাজিত দলকে বিদায় নিতে হবে এবারের আসর থেকে। সুতরাং দুই দলের জন্যই সমান গুরুত্ববহ আগামীকালের ম্যাচটি।


মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটির আগে অবশ্য আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকছে মুশফিক বাহিনী। কেননা এবারের বিপিএলে মোট দুই বার ডাইনামাইটসদের মুখোমুখি হয়েছে তারা, যেখান দুই বারই জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে চিটাগাং। 


গত ৩০শে জানুয়ারি বিপিএলের ৩৭তম ম্যাচটিতে সাকিবদের ১১ রানে হারিয়েছিলো ভাইকিংসরা। তার আগে ২১শে জানুয়ারি ২৪তম ম্যাচটিতে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিলো মুশফিকের দলটি। এবার আরেকটি জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে তারা।  


গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচে ৭টি জয় নিয়ে তৃতীয়তে থেকে এলিমিনেটর রাউন্ডে খেলতে নামছে মুশফিকের চিটাগাং ভাইকিংস। নিজেদের সর্বশেষ ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ২৯ রানে হেরেছিলো তারা।


তবে এদিক থেকে এগিয়ে আছে সাকিবদের ঢাকা। শেষ ম্যাচে খুলনা টাইটান্সকে ৬ উইকেটে পরাজিত করেছিলো দলটি। গ্রুপ পর্বে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে চতুর্থতে অবস্থান তাদের। সবমিলিয়ে আগামীকাল একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতে পারেন দর্শকেরা। 


নজর থাকবে যাদের ওপরঃ



promotional_ad

সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস)-  


ব্যাট এবং বল হাতে এবারের বিপিএলে দারুণ ফর্মে আছেন ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ১২ ম্যাচে ২৫ গড়ে ২৭৫ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১১৪.৫৮ এবং রয়েছে ২টি অর্ধশতক।


ভাইকিংসদের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও হেসেছিলো সাকিবের ব্যাট। ৬টি চারের সাহায্যে ৪২ বলে ৫৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি সেবার। বল হাতেও দারুণ খেলছেন সাকিব। 


গ্রুপ পর্বে ১২টি ম্যাচে ২১ উইকেট শিকার করেছেন তিনি। ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে দ্বিতীয়তে অবস্থান করছেন ডাইনামাইটস দলপতি। সুতরাং আগামীকাল সাকিবই থাকছেন আগামীকাল পাদপ্রদীপের আলোয়। 


মুশফিকুর রহিম (চিটাগাং ভাইকিংস)-  


বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকায় দ্বিতীয়তে অবস্থান ভাইকিংস দলপতি মুশফিকুর রহিম। টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন তিনি। ১২টি ম্যাচে ৩টি অর্ধশতক সহ ৪১৮ রান সংগ্রহ করেছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যেখানে তাঁর ব্যাটিং গড় ৩৮ এবং স্ট্রাইক রেট ১৩৯.৩৩। 


ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে গত ম্যাচে ২টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ২৪ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন মুশফিক। তার আগে ঢাকার সাথে প্রথমবারের দেখায় ২৩ বলে ২২ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। আগামীকাল জয়ের মুখ দেখতে হলে যে মুশফিকের ব্যাটেই চেয়ে থাকবে ভাইকিংসরা তা বলাই বাহুল্য। 



ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ 


সাকিব আল হাসান (অধিনায়ক), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব ও নাঈম শেখ, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ যাজাই, অ্যান্ড্রু ব্রিচ, ইয়ান বেল


চিটাগাং ভাইকিংস স্কোয়াডঃ


মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball