প্লে অফে ঢাকা ডায়নামাইটস
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনা টাইটান্সকে হারিয়ে বিপিএলের শেষ চারে উঠলো ঢাকা ডায়নামাইটস। শনিবার সন্ধ্যার খেলায় বিপিএল গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনাকে ছয় উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৩ রানের পুঁজি পেয়েছে খুলনা টাইটান্স। ৩১ বল ও ছয় উইকেট হাতে রেখেই এই লক্ষ্যে পৌঁছে ঢাকা।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ঢাকা তোলে ৪৩ রান। ১৩ বলে ৩৫ রানের ঝড় তুলে ফিরে যান সুনিল নারিন। এরপরে দলীয় ৬২ রানে সাকিবও (১) ফিরে যান।
থিতু হতে পারেননি মিজানুরও (০)। তারপরে দলীয় ৮৮ রানে উপুল থারাঙ্গা (৩০ বলে ৪২) ফিরে গেলে আবারও বিপদে পড়ে ঢাকা। এরপরে নুরুল হাসান সোহানের ২৬ বলে ২৭ রানের ইনিংস ও পোলার্ডের নয় রানে ম্যাচ জেতে ঢাকা।

ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৮ রানেই তারা ওপেনার জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায়।
জুনায়েদ ২ রান করে রুবেল হোসেনের শিকার হয়েছেন থারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে। ব্র্যান্ডন টেইলরও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি ফিরেছেন ১৮ রান করে সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে।
নামের প্রতি সুবিচার করতে পারেননি ডেভিড মালানও। তিনি ৭ রান করে রুবেলের বলে আউট হয়েছেন। ব্যাট হাতে টানা ব্যর্থতার মধ্যে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ১৪ রান করে বোল্ড হয়েছেন কাজী অনিকের বলে।
শান্ত কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও ইনিংস লম্বা করতে পারননি তিনি। ২৪ রান করে বোল্ড হয়েছেন সাকিবের বলে। আল-আমিন ১২ রান করে নারিনের বলে মিজানুরের হাতে ক্যাচ দিয়েছেন।
তাইজুল ১২ ও সাদ্দাম ১ রান করে হয়েছেন রান আউটের শিকার। শেষ দিকে একপ্রান্ত আগলে রাখা ভিসেও ৩০ রান করে হয়েছেন রান আউটের শিকার। জুনাইদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কোনো রান না করেই।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডায়নামাইটসঃ ১২৪/৪ (১৪.৫ ওভার)
(থারাঙ্গা ৪৩, নারিন ৩৫; মাহমুদুল্লাহ ২/১৪)
খুলনা টাইটান্সঃ ১২৩/৯ (২০ ওভার)
(ভিসে ৩০, শান্ত ২৪; রুবেল ২/২৭, সাকিব ২/৩১)