অনেক বাধা বিপত্তির পর সঞ্জিতের অভিষেক
ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শনিবারের খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অভিষেক হয়েছে ডান হাতি অফস্পিনার সঞ্জিত সাহার। তবে অভিষেকেই কঠিন পরীক্ষা দিয়েছেন তিনি।
রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় তাঁর দল। এরপরে বল হাতে বিশেষ কিছু করার সুযোগ ছিল না সঞ্জিতের। অল্প লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে জিতে যায় রংপুর।
আর মেহেদি মারুফের সেই উইকেটটিই নিয়েছেন সঞ্জিত। ৩.৩ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে মারুফকে বোল্ড করেছেন তিনি। বিপিএলে অভিষেক হলেও দেশের ক্রিকেটে নতুন নন সঞ্জিত।

মেহেদি হাসান মিরাজের সাথে ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। মিরাজ এখন বাংলাদেশ দলের অপরিহার্য একজন সদস্য হলেও সঞ্জিত রয়েছেন অনেকটা পিছিয়ে।
বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ২০১৬ সালের যুব বিশ্বকাপের সব ম্যাচ খেলা হয়নি তাঁর। ২১ বছর বয়সী এই স্পিনার পরে অ্যাকশন শুধরে খেলায় ফিরেছেন।
এরপরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবারও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা, করেছেন রিপোর্টও। বিসিবির বয়সভিত্তিক পর্যায়ের কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করে অ্যাকশনে আবারও পরিবর্তন আনেন তিনি।
তবে জাতীয় দলের আঙিনায়ও খেলেছেন সঞ্জিত। তবে ম্যাচে নয়, অনুশীলনে। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে তৎকালীন কোচ চন্দিকা হাথুরুসিংহের ডাক পান তিনি।
মোট সাতদিন ছিলেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। এর আগে ইংল্যান্ড সিরিজের সময়ও তিনদিনের অনুশীলনে জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি।
এখন পর্যন্ত মোট ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সঞ্জিত। উইকেট নিয়েছেন ৩৪টি। ম্যাচ সেরা বোলিং ফিগার ১০১ রান খরচায় ১১ উইকেট। চার উইকেট নিয়েছেন দুইবার এবং পাঁচ উইকেট নিয়েছেন একবার করে।
এছাড়া ৩৬টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন সঞ্জিত। ৪.০৮ ইকোনমি রেটে নিয়েছেন ৩৭ টি উইকেট। চার উইকেট পেয়েছেন দুইবার করে। ম্যাচ সেরা বোলিং ফিগার ২৮ রান খরচায় চার উইকেট।