হেইলস, ভিলিয়ার্সরা না থাকলেও আমরা ভালো দলঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটি দিয়ে বিপিএল পর্বের ইতি টেনেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। অ্যালেক্স হেইলসের পর এবার তিনিও প্লে অফের আগে রংপুর শিবির ছাড়ছেন।
তবে দুই তারকা ক্রিকেটার না থাকলেও রংপুরের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। কুমিল্লাকে বিপিএলের ৪১তম ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারানোর পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস নিজেদের শক্তিমত্তা প্রসঙ্গে বলেছেন,

'আপনি যখন শীর্ষ দুইয়ে থেকে শেষ করবেন তখন স্বস্তির কোনও কারণ নেই। কারণ টুর্নামেন্টের সবথেকে কঠিন পর্ব এরপর থেকেই শুরু হবে। হেইলস চলে গিয়েছে, এবি আজ তাঁর শেষ ম্যাচ খেলেছে, তবে আমরা যথেষ্ট ভালো দল লড়াই করার জন্য।'
টেবিলের শীর্ষে থাকা কুমিল্লাকে একেবারেই দাঁড়াতে দেয়নি রংপুর। বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সের সামনে ১৬ ওভার পর্যন্ত ব্যাট করতে পেরেছেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানেরা। মাশরাফির মতে এই ম্যাচে জয়ের মূল ভিত্তি গড়ে দিয়েছিলেন তাঁর দলের বোলাররাই। তাঁর ভাষ্যমতে,
'আমরা যেভাবে শেষ ছয়টি ম্যাচ শেষ করেছি তা দারুণ ছিলো। আজকে বোলিং দুর্দান্ত হয়েছে। ব্যাটসম্যানদের জন্য বোলাররা সব কিছু সেট করে দিয়েছিলো। এবি যখন থেকে খেলতে এসেছে তখন থেকেই ফর্মে আছে। গেইল তাঁর নিজের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।'