রংপুরের একাদশে সুযোগ পাওয়া কঠিনঃ বোপারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের শুরুতে দলের নিয়মিত সদস্য হলেও বিদেশী তারকাদের ভিড়ে পরবর্তীতে টানা ছয়-সাত ম্যাচ বেঞ্চে বসে থাকতে হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারাকে। ইনজুরির কারণে অ্যালেক্স হেইলস দেশে ফিরে যাওয়ায় সুযোগ পেয়েছিলেন কুমিল্লার বিপক্ষে। একাদশে ফিরে বল হাতে নিয়েছেন ৩ উইকেট, হয়েছেন ম্যাচ সেরাও। পুরস্কার নেয়ার সময় জানিয়েছেন, রংপুরের একাদশে সুযোগ পাওয়া অনেক কঠিন।
৩ ওভারে বোলিং করে ৭ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। পর পর দুই উইকেট নিয়ে সুযোগ তৈরি করেছিলেন হ্যাট্রিকেরও। তাঁর এবং দলের বাকি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কুমিল্লা গুঁটিয়ে যায় মাত্র ৭২ রানে। ৬৩ বল হাতে রেখে রংপুর ম্যাচ জিতে নিলে ম্যাচ সেরা পুরস্কারটি লাভ করেন এই অলরাউন্ডার। পুরস্কার পাওয়ার পর বোপারা বলেন,

'বেঞ্চে বসে ছিলাম টানা ৬-৮ ম্যাচ। আমাদের দল অনেক শক্তিশালী। এতো বিদেশী তারকার মাঝে একাদশে সুযোগ পাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার।
'সুযোগ পেয়েছিলাম আজ, সেটাকেই কাজে লাগিয়েছি। আমরা ফিল্ডিং এবং বোলিং ভালো করেছি। ম্যাচ সেরা হয়েছি দলের বাকি বোলাররাও দারুণ বোলিং করেছে।'
রংপুরের জার্সিতে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো করেছিলেন বোপারা। ভাইকিংসের বিপক্ষে ৪৪ এবং খুলনার বিপক্ষে ৪০ করলেও ঢাকা এবং রাজশাহী বিপক্ষে ভালো করতে পারেন নি এই ইংলিশম্যান।
পরবর্তীতে দলের কম্বিনেশনের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে টানা ৬-৭ ম্যাচে। ইনজুরিতে পড়া অ্যালেক্স হেইলস দেশে ফিরে যাওয়ায় কুমিল্লার বিপক্ষে সুযোগ পেয়ে ম্যাচসেরা নির্বাচিত হলেন।