promotional_ad

ইনজুরিতে ইমরুল কায়েস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পিঠের ইনজুরিতে পড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। রংপুর রাইডার্সের বিপক্ষে রাউন্ড রবিন লীগে নিজেদের শেষ ম্যাচে এই ইনজুরিতে পড়েন তিনি।


তবে তাঁর ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছেন দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়। প্লে-অফের আগেই ইমরুল ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন বিজয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইমরুলের পরিবর্তে কথা বলতে এসেছিলেন তিনি।


রংপুরের বিপক্ষে ম্যাচে হারলেও টেবিলের দ্বিতীয় স্থানে থেকেই প্লে-অফ খেলতে যাচ্ছে কুমিল্লা। আগেই প্লে-অফ নিশ্চিত হওয়ায় এই ম্যাচে তাঁরা বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে পরখ করে দেখতে চেয়েছেন বলে জানান বিজয়। বিজয় জানান,


promotional_ad

'স্কোয়াডে অনেকেই ছিল যারা ম্যাচ খেলার সুযোগ পান নি। তাই এই ম্যাচে তাঁদের সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলাম। কায়েস পীঠে চোট পেয়েছে। 


'তবে ফিজিও জানিয়েছে ইনজুরি গুরুতর নয়, আশা করছি প্লে-অফের আগেই ফিট হয়ে উঠবে সে। প্লে-অফ এই ম্যাচ থেকে সম্পূর্ণ আলাদা পরিস্থিতি, আশা করছি ফলাফলও ভিন্ন হবে।'


নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের স্কোয়াডে জায়গা না পেলেও টেস্ট দলের জন্য বিবেচনা করা হচ্ছে ইমরুলকে। এমন অবস্থায় তাঁর ইনজুরি গুরুতর হলে সেই সুযোগ হাতছাড়া হতে পারে তাঁর।


ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে দারুণ ছন্দে ছিলেন ইমরুল কায়েস। তিন ম্যাচে দুটি শতক হাঁকানোর পাশাপাশি করেছিলেন ৩৪৯ রান। সেই সিরিজের পর উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্লান ছিল তাঁর পারফর্মেন্স।


তারপরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দল থেকে বাদ পড়তে হয় ইমরুলকে। সর্বশেষ ১০টি ওয়ানডেতে মোট ৫০৫ রান করেছেন ইমরুল। ওপেনার তামিম ইকবালের পর টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যা এ??ন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।


দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলে খেলছেন ইমরুল কায়েস। ৩৭টি টেস্টে ২৫.৩৭ গড়ে ৩৬৮১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ৩টি শতক এবং ৪টি অর্ধশতক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball