কামিন্সের বাউন্সারে হাসপাতালে করুনারত্নে
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের ছোড়া বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন শ্রীলংকার ওপেনার দিমুথ করুনারত্নে। ৩১ তম ওভারে দলীয় ৮২ রানে ব্যক্তিগত ৪৬ রানে ক্রিজে ব্যাটিং করা অবস্থায় এই আঘাত পান তিনি।
আঘাত পেয়ে ক্রিজে নুইয়ে পড়েন তিনি। এর মিনিট দুয়েক পরই তাঁকে স্ট্রেচারের সাহায্যে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে জানিয়েছেন এই মুহূর্তে তাঁর ইনজুরি নিয়ে ভয়ের কিছু নেই। আপাতত শঙ্কা মুক্ত আছেন এই ওপেনার। হাথুরু জানান,
'বর্তমানে হাসপাতালে আছে সে এবং স্বাভাবিক রয়েছে। আপাতত কোন শঙ্কা নেই, সে মাঠ ছেড়ে যাওয়ার আগে আমাদের সাথে কথাও বলেছে। শুরুর দিকে ভয় পেয়েছিলাম।
'বল লাগার পর সে যেভাবে পড়ে গিয়েছিল তাতে মনে করছিলাম গুরুতর আঘাত পেয়েছে হয়তো। এখন সে স্বাভাবিক আছে, আম্পায়ার এবং ফিজিওর সাথে সে কথা বলছিল। কাঁধের পেছনে মাথায় আঘাত পেয়েছে সে, এখন ডাক্তাররা তাঁর দেখাশোনা করছেন।'
চলতি সিরিজে এই নিয়ে পঞ্চম লঙ্কান ক্রিকেটার হিসেবে ইনজুরিতে পড়লেন করুনারত্নে। এর আগে দলের চার বোলার ইনজুরির কারণে দেশে ফিরে গিয়েছেন।