ক্যানবেরায় শ্রীলংকাকে চাপে রেখেছে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যানবেরা টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে শ্রীলংকা। দ্বিতীয় দিন শেষে ৪১১ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ৩ উইকেটে ১২৩ রান নিয়ে দিন শেষ করেছে দীনেশ চান্দিমালের দল। প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিয়ানের অবদানে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করেছে ৫ উইকেটে ৫৩৪ রান নিয়ে।
দ্বিতীয় দিন ৪ উইকেটে ৩৮৪ রান নিয়ে খেলতে নামার পর দিনের প্রথম ঘন্টাতে আগের দিনের সেঞ্চুরিয়ান জো বার্ন্সের উইকেট হারিয়ে বসেছিলো অস্ট্রেলিয়া। ১৭২ রান নিয়ে দিন শেষ করা এই ওপেনার সাজঘরে ফেরেন ২৭ বাউন্ডারির সাহায্যে ২৬০ বলে ১৮০ রান করে।
আরেক অপরাজিত ব্যাটসম্যান কার্টিস পেটারসন অবশ্য অধিনায়ক টিম পেইনকে সঙ্গে নিয়ে শ্রীলংকার ব্যাটসম্যানদের বিপক্ষে দেখে শুনে খেলতে থাকেন। ৪০৪ রানে ৫ উইকেট হারানোর পর পেইনের সঙ্গে ১৩০ রানের জুটি গড়েন পেটারসন।
শ্রীলংকার বোলারদের বিপক্ষে নজরকাড়া ব্যাটিং করে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই অভিষেক সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৫৩৪ রানে থাকা অবস্থায় চা বিরতির আগে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
পেটারসন ১১৪ এবং টিম পেইন অপরাজিত থাকেন ৪৫ রানে। দলের পক্ষে জো বার্ন্স ১৮০ এবং ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ১৬১ রান। শ্রীলংকার পক্ষে বিশ্ব ফার্নান্ডো ৩ উইকেট নেন ১২৬ রান খরচ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৮২ রান যোগ করেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমান্নে। কিন্তু দলীয় ৮২ রানের সময় প্যাট কামিন্সের ছোড়া বাউন্সারে মাথায় বল লেগে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অবস্থায় মাঠ ছাড়েন ৪৬ রান করা করুনারত্নে।
তিনি আহত হয়ে মাঠ ছাড়ার পরই মাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সফরকারীরা। দলীয় ৯০ রানে লায়নের বলে ফিরে যান থিরিমান্নে। খানিক পর বোলিংয়ে এসে কুশল মেন্ডিসকে বোল্ড করেন কামিন্স।
আর দিনের শেষ বেলায় এসে চান্দিমালকে প্যাভিলিয়নের পথ দেখান স্টার্ক। এরপর ধনঞ্জয়া ডি সিলভা এবং কুশল পেরেরা মিলে খেলা শেষ করেন। পেরেরা ৬ এবং ধনঞ্জয়া ডি সিলভা ১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন। অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স, লায়ন এবং স্টার্ক নেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ
৫৩৪/৫ ডিক্লে (১৩২ ওভার)
(ট্রাভিস হেড ১৬১, জো বার্ন্স ১৮০, কার্টিস পেটারসন ১১৪), (বিশ্ব ফার্নান্ডো ৩/১২৬)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ
১২৩/৩ (৪৩ ওভার)
(করুনারত্নে ৪৬, থিরিমান্নে ৪১), (কামিন্স ১/২৫)