অ্যান্টিগায় মন্থর ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের লিড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন মন্থর ব্যাটিং করেছে উইন্ডিজ ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে সাবধানী ব্যাটিং করে দিন শেষে ৮৫ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। মোট ৯০ ওভার ব্যাট করে তাঁরা দ্বিতীয় দিন স্কোরবোর্ডে যোগ করেছে মাত্র ২৪২ রান। ৬ উইকেট হারালেও দিন শেষে তাঁদের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান। ড্যারেন ব্রাভো ১৬৫ বলে ৩৩ এবং জেসন হোল্ডার ৫৮ বলে ১৯ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। সপ্তম উইকেটে ১৯ ওভার ১ বলে দুজনে গড়েছেন ৩৬ রানের জুটি।
আগের দিনের বিনা উইকেটে ৩০ রান নিয়ে খেলতে নেমে প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৬ রান যোগ করে উন্ডিজ ব্যাটসম্যানরা। ১১৮ বলে ৪৭ রান করা জন ক্যাম্পবেল বেন স্টোকসকে উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরলেও শাই হোপকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের ভোগাতে থাকেন ক্রেইগ ব্রাথওয়েট।
হোপের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ার পর ১৫৬ বলে ব্যক্তিগত ৪৯ রানে মঈন আলীর বলে ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার। তাঁর চেয়ে খানিকটা দ্রুত গতিতেই রান করেছেন শাই হোপ। ব্রডের বলে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৪৪ রান।
৩ উইকেট হারিয়ে বসা ক্যারিবিয়ানরা দ্বিতীয় সেশনে আরও ২টি উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে তাঁরা স্কোরবোর্ডে যোগ করে ৮৬ রান। শেষ সেশনে শেন ডরউইচ ৬৭ বলে ৩১ রান করে ব্রডের তৃতীয় শিকার হয়ে ফিরলে দ্বিতীয় দিনই অল আউট হওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা।
ক্যারিবিয়ানদের সেই শঙ্কা দূর করেন প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ড্যারেন ব্রাভোর সঙ্গে জুটি বেঁধে মন্থর ব্যাটিং করেছেন এই দুজন। শেষ সেশনে ১৯.১ ওভারে এই দুজন স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ৩৬ রান।

২৭২ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। ৮৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবে উইন্ডিজ দল। ব্রাভো ৩৩ এবং হোল্ডার অপরাজিত আছেন ১৯ রানে। ইংল্যান্ডের পক্ষে স্টুরার্ট ব্রড ৪২ রান খরচ করে নেন ৩ উইকেট।
এর আগে টেস্টের প্রথম দিন প্রথমে ব্যাট করে উইন্ডিজ পেসারদের তোপের মুখে দাঁড়াতেই পারে নি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জনি বেয়ারস্টো এবং মঈন আলি ফিফটি হাঁকালেও ইংলিশরা গুটিয়ে যায় মাত্র ১৮৭ রানে। কিমার রোচ ৪টি এবং শ্যানন গেব্রিয়েল উইন্ডিজদের পক্ষে নেন ৩টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ
১৮৭ অল আউট (৬১ ওভার)
(মঈন ৬০, বেয়ারস্টো ৫২), (রোচ ৪/৩০)
উন্ডিজ প্রথম ইনিংসঃ
২৭২/৬ (১১১ ওভার)
(ব্রাথওয়েট ৪৯, ক্যাম্পবেল ৪৭), (ব্রড ৩/৪২)