দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২০৯/৭ (৪৩ ওভার) (রিশাদ-৯*, শাহাদাত- ৮*; হিল-৩/২৪, মরলি- ২/৩৮)
টসঃ বাংলাদেশ (ব্যাটিং)
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে এখন পর্যন্ত ৭ উইকেটে ২০৬ রান সংগ্রহ করেছে যুবারা।
দ্রুত তিন উইকেট হারালো বাংলাদেশঃ
দলীয় ১৫৭ রানের মাথায় অর্ধশতক হাঁকানো মাহমুদুল হাসান ফিরে গেলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিডল অর্ডার ব্যাটসম্যান শামিম হোসেন। অধিনায়ক আকবর আলিকে সাথে নিয়ে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তিনি। একই সাথে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। কিন্তু ১৮৯ রানের মাথায় ইংলিশ বোলার জ্যাক মরলি স্ট্যাম্প ভেঙ্গে দেন তাঁর।
ফলে শামিমের ৮৭ বলে ৭২ রানের দারুণ ইনিংসটির পরিসমাপ্তি ঘটে। ৩টি ছয় এবং ৫টি চারের সাহায্যে এই ইনিংস খেলেছেন তিনি। শামিম ফিরলে মাত্র ১ রান যোগ করে ফিরতে হয়েছে অধিনায়ক আকবরকেও (১০)। মরলির বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন তিনি। টিকতে পারেননি নতুন রকিবুল হাসানও। জর্জ হিলের বলে জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাঁকে। ১৯৩ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেছেন রিশাদ হোসেন (৭) এবং শাহাদাত হোসেন। (৭)।

অর্ধশতক হাঁকিয়ে ফিরলেন মাহমুদুলঃ
৯০ বলে ৫৭ রানের দায়িত্বশীল একটি ইনিংস খেলে আউট হয়েছেন যুব দলের ওপেনার মাহমুদুল হাসান। দলীয় ১৫৭ রানের মাথায় অ্যাডাম ফিঞ্চের বলে জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তবে মাহমুদুল ফেরার পর অর্ধশতক তুলে নিয়েছিলেন তাঁর সাথে ক্রিজে থাকা শামিম হোসেনও।
রান বাড়াচ্ছে বাংলাদেশঃ
দলীয় ৬৯ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলার পর মাহমুদুল হাসান এবং শামিম হোসেনের ব্যাটে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে তোলে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল দারুণ একটি অর্ধশতক হাঁকিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
তৌহিদ হৃদয়ের বিদায়ঃ
দলীয় ৬৯ রানের মাথায় জর্জ হিলের বলে উইকেটরক্ষক জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে। ২ রান করে আউট হতে হয়েছে তাঁকে। মাত্র ৪টি বল খেলতে পেরেছেন তিনি।
ব্যর্থ পারভেজঃ
প্রথম ওয়ানডেতে ৮০ রানের দারুণ একটি ইনিংস খেলা মোহাম্মদ পারভেজ হোসেন আজ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৩ রান করে জর্জ হিলের বলে বোল্ড আউট হয়েছেন তিনি। দলীয় ৬২ রানের মাথায় ফিরেছেন তিনি।
ইংলিশদের ব্রেক থ্রুঃ
ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান এবং মাহমুদুল হাসানের ব্যাটে ৩৪ রানের জুটি পেয়েছিলো বাংলাদেশ। কিন্তু এরপরেই তানজিদকে জর্জ বল্ডারসেনের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন বেন চার্লসওর্থ। ফলে প্রথম ব্রেক থ্রু পায় ইংল্যান্ড।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলঃ
মোহাম্মদ পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শামিম হোসেন, রুহেল আহমেদ, রকিবুল হাসান, রিশাদ হোসেন, আকবর আলি (অধিনায়ক, উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, আসাদুল্লাহ হিল গালিব।
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলঃ
বেন চার্লসওর্থ, জর্ডান কক্স (উইকেটরক্ষক), জেমি স্মিথ (অধিনায়ক), লুইস গোল্ডসওর্থি, জর্জ হিল, ডন মৌসলি, জর্জ বল্ডারসেন, লুক হলমান, হামিদুল্লাহ কাদরি, অ্যাডাম ফিঞ্চ, জ্যাক মরলি।