promotional_ad

ফিল্ডিং দিয়ে ম্যাচ সেরা মিলার, সিরিজে এগিয়ে প্রোটিয়ারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করতে হয়েছে পাকিস্তানকে। প্রথম টি-টুয়েন্টিতে ৬ রানে হেরেছে শোয়েব মালিকের দল। দক্ষিণ আফ্রিকার পক্ষে রিজা হেন্ড্রিক্স ৭৪ এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৭৮ রান করলেও মাত্র ১০ রান করে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মিলার। মূলত ফিল্ডিংয়ে দুর্দান্ত প্রদর্শনীর জন্য ব্যাটসম্যানদের পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নিয়েছেন তিনি। পাকিস্তানের ইনিংসের সময় ৪টি ক্যাচ ও ২টি রান আউট করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ১৯৩ রানের লক্ষ্যে শোয়েব মালিকের সর্বোচ্চ ৪৯ রানের উপর ভর করে ৯ উইকেটে ১৮৬ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে এখন প্রোটিয়ারা।


এদিন টসে জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। মালিকের আমন্ত্রণে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামা উইকেট রক্ষক ব্যাটসম্যান গ্লায়হান ক্লোয়েটের উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।


দ্বিতীয় উইকেট জুটিতে ডু প্লেসিস এবং ওপেনার রিজা হেন্ড্রিক্স মিলে দলের হাল ধরেন। এই জুটিতে ৭৩ বলে ১৩১ রান যোগ করেন দুজন, যেখানে ডু প্লেসিসের ব্যাট থেকেই আসে ৬টি চার এবং ৪টি ৬ এর সাহায্যে ৪৫ বলে ৭৮ রান। উসমান শিনওয়ারির বলে ফাফ ফিরে যাওয়ার দুই বল পরই ডার ডাসেনও ফেরেন একই ওভারে ০ রান করে।


৩ উইকেট হারালেও বাকি ব্যাটসম্যানদের নিয়ে রানের চাকা সচল রাখেন হেন্ড্রিক্স। দলীয় ১৭৪ রানের সময় শিনওয়ারির তৃতীয় শিকার হয়ে হেন্ড্রিক্স ৭৪ রানে ফিরলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন শিনওয়ারি।


promotional_ad

১৯৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারই ওপেনার ফখর জামানকে হারিয়ে বসে পাকিস্তান। ৪ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তানের পক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে বাবর আজম এবং হুসাইন তালাত মিলে যোগ করেন ৮১ রান।


 ৪০ রান করা তালাত তাব্রাইজ শামসিকে উইকেট ছুঁড়ে দিয়ে ফেরার খানিক পরই ৩৮ রানে রান আউটের ফাঁদে পড়েন বাবর। এরপরই মাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। 


নিয়মিত বিরতিতে বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও অধিনায়ক মালিক একপ্রান্তে থিতু হয়ে স্কোরবোর্ডে রান যোগ করছিলেন।  ১৯.৩ ওভারের সময় ১৭৯ রানে মালিক ৪৯ রানে ক্রিস মরিসকে উইকেট ছুঁড়ে দিলে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। 


দক্ষিণ আফ্রিকার পক্ষে বেউরন হেন্ড্রিক্স, ক্রিস মরিস এবং তাব্রাইজ শামসি নেন ২টি করে উইকেট। বাবর আজম এবং রিজওয়ান আহমেদকে রান আউট করার পাশাপাশি শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম এবং হাসান আলির ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মিলার। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩ তারিখ জোহানসবার্গে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে।


সংক্ষিপ্ত স্কোরঃ 


দক্ষিণ আফ্রিকাঃ ১৯২/৬ (২০ ওভার)


(হেন্ড্রিক্স ৭৪, ডু প্লেসিস ৭৮) (উসমান শিনওয়ারি ৩/৩১)


পাকিস্তানঃ ১৮৬/৯ (২০ ওভার)


(মালিক ৪৯, হুসাইন তালাত ৪০), (তাব্রাইজ শামসি ২/৩৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball