আত্মবিশ্বাস হারাচ্ছে না চিটাগং

ছবি: ছবিঃ- চিটাগং ভাইকিংস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে হারালেই পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ ছিল চিটাগং ভাইকিংসের। কিন্তু সিলেটকে না হারাতে পারায় প্লে অফের শক্ত বাধা পেরিয়েই ফাইনাল খেলতে হবে ভাইকিংসকে। এতে আত্মবিশ্বাস হারাচ্ছে না দলটি।
দলের সঙ্গে নতুন যোগ দেওয়া পেসার হারদুস ভিলজয়েন জানিয়েছেন এমনটাই। সিলেটের বিপক্ষে হারের পর গণমাধ্যমের সামনে ভিলজয়েন জানান,

'আমার মনে হয় না এটা আত্মবিশ্বাসে প্রভাব ফেলবে। কেননা এখন আমাদের আরও অর্জন করতে হবে।'
এদিকে দলের পেস অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক বেশ কয়েকম্যাচে খেলেননি চিটাগংয়ের হয়ে। তিনি ফিরলে দল আরও মজবুত হবে বলে বিশ্বাস ভিলজয়েনের। যদিও প্লে অফে ফ্রাইলিঙ্কের খেলার নিশ্চয়তা দিচ্ছেন তিনি।
'আমি খুব ভালো একটি দলে খেলার সুযোগ পেয়েছি। দলের সবগুলো ক্রিকেটারই দারুণ। এছাড়া রবি আমাদের দলে ফিরে আসতে পারে, সে আসলে ব্যাটিং আর বোলিং দুই দিক থেকেই আত্মবিশ্বাস বাড়বে। আমরা ফাইনালও খেলতে পারি।
'ম্যানেজমেন্ট আর ফিজিও ভালো বলতে পারবে, ফ্রাইলিঙ্কের ব্যাপারে। সে আমাদের হয়ে খেলতে পারলে দারুণ হতো। না পারলে দলের বাকীদের খেলতে হবে।'