ফিল্ডারদের দুষছেন মুশফিক

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট সিক্সার্সের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যেতে পারতো চিটাগং ভাইকিংস। তাই সহজ সুযোগ হারানোয় দলের পারফর্মেন্সে হতাশ অধিনায়ক মুশফিকুর রহিম।
গুরুত্বপূর্ণ ক্যাচগুলো মিস করায় দলের ফিল্ডারদের দোষারোপ করছেন ভাইকিংস অধিনায়ক। একইসঙ্গে প্লে অফে টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করার তাগিদও দিয়েছেন তিনি। পুরস্কার বিতরণীতে জানিয়েছেন,

'হারদুস আমাদের হয়ে দারুণ বল করেছে। বাকী বোলাররাও। কিন্তু ফিল্ডারদের কারণে আমরা হেরেছি। বেশ কয়েকটি ক্যাচ মিস করেছি, এতেই আমাদের হারতে হয়েছে। ১৬৬ রানের লক্ষ্য অতিক্রম করাই যায়। টপ অর্ডারের রান করা প্রয়োজন।'
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভাইকিংসের হয়ে এদিনে একাই লড়েছেন মুশফিকুর রহিম। ৪৮ রান করে তিনি রানআউট হলে চূড়ান্ত বিপদে পড়ে চিটাগং। আসরে এখনও প্লে অফে খেলা বাকী চিটাগংয়ের।
প্লে অফ ভাবনায় মুশফিক আরও জানান, 'আমরা ম্যাচে ঠিকভাবেই ছিলাম। কিন্তু তারপরেই আমি রানআউট হয়ে গেলাম। পরবর্তী ম্যাচে জেতার জন্য চেষ্টা করব আমরা।'