শীর্ষ দুইয়ের লড়াইয়ে মুখোমুখি রংপুর-কুমিল্লা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শনিবার দুপুরের ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ টায়।
আগেই নিজেদের প্লে অফ নিশ্চিত করেছে দুটি দল। আর তাই এই ম্যাচের আগে অনেকটাই নির্ভার তাঁরা। বিশেষ করে কুমিল্লা একটু বেশিই চিন্তামুক্ত।
কেননা ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একদম শীর্ষে তাঁরা। অপরদিকে এই প্রতিবেদন লিখার সময় পর্যন্ত (চিটাগং ভাইকিংস- সিলেট সিক্সার্সের ম্যাচ চলমান) মাশরাফি বিন মর্তুজার রংপুরের অবস্থান দ্বিতীয়তে।

১১ ম্যাচে ১৪ পয়েন্ট তাঁদের। তবে গ্রুপ পর্বে নিজেদের পূর্বের সাক্ষাৎকারে কুমিল্লাকে মাত্র ৬৩ রানে অলআউট করে জিতে নিয়েছিলো রংপুর। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী থাকবে তাঁরাও।
যদিও ইংলিশ তারকা অ্যালেক্স হেলসকে এই ম্যাচে পাচ্ছে না রংপুর। একইসাথে এবি ডি ভিলিয়ার্স এই ম্যাচে খেলেই দেশে ফিরে যাবেন, ফলে প্লে অফেও ভিলিয়ার্সকে পাচ্ছে না রংপুর।
নজর থাকবে যাদের ওপরঃ-
মাশরাফি বিন মর্তুজাঃ- নিজের সাবেক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সামনে পেলে ঝলসে ওঠেন মাশরাফি। এই ম্যাচেও এমন কিছুই করতে পারেন রংপুর অধিনায়ক।
মোহাম্মদ সাইফুদ্দিনঃ- কুমিল্লার শেষ ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ভালো পারফর্ম করতে চাইবেন তিনি।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন এনি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শন উইলিয়ামস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমের ইয়ামিন।