ফ্লেচার-সাব্বিরদের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুক্রবার সন্ধ্যার ম্যাচে চিটাগং ভাইকিংসের সামনে ১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে সিলেট সিক্সার্স।
ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আফিফ হোসেনের (১) উইকেট হারায় সিলেট। তিনে নামা জেসন রয়ও (১১) ফিরে গিয়েছেন পঞ্চম ওভারে।
দুজনকেই ফিরিয়েছেন চিটাগংয়ের নতুন পেসার হারদুস ভিলজয়েন। এরপরে দুই চার ও দুই ছক্কায় ২৫ বলে ৩২ রান করে ফিরে যান সাব্বির রহমান।

ওপেনার আন্দ্রে ফ্লেচারের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন তিনি। দেখেশুনে খেলতে খেলতে ফিফটি তুলে নেন ফ্লেচারও। এবার তাঁকে সঙ্গ দেন মোহাম্মদ নওয়াজ। দুজনে মিলে তুলেন ৫১ রান।
কিন্তু এরপর আবারও ভিলজয়েনের তোপে পড়েন ফ্লেচার-নওয়াজ। ১৯তম ওভারে ১৯ বলে ৩৪ রান (দুইটি চার ও তিনটি ছক্কায়) করা নওয়াজ ফিরে যান।
তারপরের বলেই ফিরে যান ফ্লেচার। ফেরার আগে করেন ছয়টি চার ও দুটি ছক্কায় ৫৩ বলে ৬৬ রান। শেষপর্যন্ত চিটাগং ভাইকিংস থেমেছে পাঁচ উইকেটে ১৬৫ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ-
সিলেট সিক্সার্সঃ- ১৬৫/৫ (২০ ওভার)
(ফ্লেচার ৬৬, নওয়াজ ৩৪; ভিলজয়েন ৪/২৯)
চিটাগং ভাইকিংস একাদশঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সিকান্দার রাজা, হারদুস ভিলজয়েন, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শানাকা, রবিউল হক, খালেদ আহমেদ।
সিলেট সিক্সার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, আফিফ হোসেন, জেসন রয়, সাব্বির রহমান, ওয়েইন পারনেল, মোহাম্মদ নওয়াজ, নাবিল সামাদ, অলক কাপালি (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, এবাদত হোসেন।