জোরার বিশ্ব রেকর্ড!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব রেকর্ড গড়েছেন নেপালের ক্রিকেটার সন্দীপ জোরা। বিশ্বের সর্বকনিষ্ট ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখিয়ে নিয়েছেন ১৭ বছর ১০৩ দিন বয়সী এই ক্রিকেটার।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন এই তরুণ। ৪৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন জোরা।

যেখানে তিনটি চার এবং একটি ছয়ের মার ছিল তাঁর। যদিও ১৫৪ রানের লক্ষ্যে আরব আমিরাতের কাছে ২১ রানে পরাজিত হয়েছে নেপাল। তবে অর্ধশতক রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন জোরা।
এর আগে এই রেকর্ডটি ছিল কানাডার ক্রিকেটার হিরাল প্যাটেলের। ১৮ বছর ১৭৭ দিনে টি-টোয়েন্টিতে হাফ-সেঞ্চুরি করেছিলেন প্যাটেল।
এছাড়া আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল নেপাল। যা তাঁদের ক্রিকেট ইতিহাসে প্রথম কোন সিরিজ জয়। পাশাপাশি এই সিরিজে প্রথমবারের মতো কোন নেপালি ক্রিকেটার শতকের দেখা পেয়েছিলেন।