সাইফউদ্দিনের উদযাপন রহস্য...

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেট পেলে দুই হাত ছুঁড়ে দিয়ে ব্যতিক্রমী উদযাপন করেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। খুশিতে নয়, নিজের ভেতর থেকে চাপ কমাতে এমন উদযাপন করেন বাঁহাতি এই পেসার।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে প্রতিপক্ষের সামনে দেয়াল হয়ে দাঁড়ান সাইফউদ্দিন। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেও তাঁর দুর্দান্ত বোলিংয়ে এক রানে ম্যাচ জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২২ রানে চার উইকেট নিয়েছেন এই পেসার, প্রতিটি উইকেটের জন্য নিজস্ব ভঙ্গিমায় করেছেন উদযাপন।

অসাধারণ বোলিং করে কুমিল্লাকে জেতানো এই পেসার হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নিজের উদযাপন সম্পর্কে সাইফউদ্দিন বলেন, 'না না, আসলে এই উদযাপন আমার মনের ভেতর থেকে আসে। ভেতরে কোন চাপ থাকলে নিজেকে চাপমুক্ত করতেই এই উদযাপন।'
মাত্র ১২৮ রানের লক্ষ্য তাড়া করে কুমিল্লাকে হারাতে পারেননি শক্তিশালী ঢাকা। মূলত পেসার সাইফউদ্দিনের কাছেই হেরেছে তারা। গুরুত্বপূর্ণ সময় রনি তালুকদার, কাইরন পোলার্ড, নুরুল হাসান সোহান এবং রুবেল হোসেনকে সাজঘরে ফিরিয়েছিলেন সাইফউদ্দিন।
শেষ ওভারে ১৩ রানের লক্ষ্যে বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সাইফউদ্দিন। তা সেই ওভারে এগারো নিতে সক্ষম হয়েছিল ঢাকা। এক রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।