সুযোগ ছিল হিরো হওয়ার, লুফে নিয়েছিঃ সাইফউদ্দিন

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফিল্ডিংয়ে সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন গুরুতর। মাঠের বাইরেও ছিলেন খানিকক্ষণ। কিন্তু শেষ ওভারে দলের প্রয়োজনে ব্যথা ভুলে বোলিং করে শেষ ওভারে ১৩ র???ন প্রতিরোধ করেছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ উইকেট নিয়ে দলকে জেতানোর পাশাপাশি তিনি হয়েছেন ম্যাচ সেরাও। জানিয়েছেন, তাঁর সামনে সুযোগ ছিল 'হিরো' হওয়ার, সেই সুযোগটাই তিনি লুফে নিয়েছেন।
তাই ম্যাচ সেরার পুরস্কার হাতে পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ধন্যবাদ জানিয়েছেন দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে। বোলিং করার জন্য তাঁকে অনেক সাহস দিয়েছেন তিনি। ক্রিকেটে পিছিয়ে থাকার কিছু নেই বলে মনে করেন এই পেসার। সুযোগ লুফে নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত সাইফউদ্দিন। তাঁর ভাষায়,

'সবার আগে ধন্যবাদ দিতে চাই তামিম ভাইকে। একটা পর্যায়ে অনেক ব্যথা অনুভব করছিলাম। মাঠের ভিতর থেকে তামিম ভাই আমাকে সাহস দিয়েছিলেন, অনেক সংকেত দিয়েছিলেন। আমি শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলাম যে কি হয়।
'আমি নিজ থেকেই গেলাম, ক্রিকেটে পিছিয়ে থাকার কিছুই নেই। যখন যেখানে সুযোগ পাবো লুফে নিবো। আজকে আমার সুযোগ ছিল হিরো হওয়ার, সেই সুযোগটা লুফে নিতে চেয়েছিলাম এবং আল্লাহ'র রহমতে পেরেছি।'
জয়ের জন্য শেষ ৪ বলে ১২ রান দরকার ছিল ঢাকার। স্ট্রাইকে থাকা আন্দ্রে রাসেল প্রথম দুই বলে কোন রান না নিতে পারলে ২ বলে ১২ রান প্রয়োজন হয় ঢাকার। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচটি আরও রোমাঞ্চকর করে তোলেন রাসেল।
শেষ বলে ৬ রান দরকার হলেও সাইফউদ্দিনের দুর্দান্ত ইয়র্কারের সামনে ৪ রানের বেশী নিতে পারেন নি রাসেল। ফলে ১ রানের জয় পায় কুমিল্লা। ৪ ওভারে ১ মেইডেন দিয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাইফউদ্দিন।