আফ্রিদিতে অনুপ্রাণিত সাইফউদ্দিন

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আঙ্গুলে ইনজুরি থাকা অবস্থায়ও চোট নিয়ে বোলিং করে শেষ ওভারে দলকে এক রানের জয় এনে দিয়েছেন কুমিল্লার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। চোট নিয়ে বোলিং করার সময় তিনি অনুপ্রাণিত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির থেকে।
পায়ে চোট থাকা অবস্থায় এই ম্যাচে খেলেছেন আফ্রিদি। পায়ে ব্যথা থাকলেও চার ওভার বোলিং করেছেন দলের জন্য। এতেই অনুপ্রাণিত হয়ে বল হাতে নিয়েছিলেন সাইফউদ্দিন।

দলের প্রয়োজনে তখন আর আঙ্গুলের ব্যথা অনুভব হয়নি সাইফউদ্দিনের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন,
'মেহেদি-রিয়াজ ভাই অনেক ভালো বোলিং করেছেন। আফ্রিদি ভাইকে ধন্যবাদ জানাতেই হয়, উনার পায়ে অনেক ব্যথা ছিল তারপরও দলের জন্য সে যেভাবে বোলিং করেছেন উনার থেকেই অনুপ্রাণিত হয়েই শেষ ওভারে বোলিং করতে এসেছিলাম।
'উনি হাঁটতে পারছিলেন না তারপরও দলের জন্য ৪ ওভার বোলিং করেছেন। সেক্ষেত্রে আমিও ব্যথা নিয়ে দলের জন্য বোলিং করে গিয়েছি।'
লো স্কোরিং ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হয় বিষয়টি জানা ছিল সাইফউদ্দিনের। মিরপুরের উইকেটে ১২৮ রানের লক্ষ্য তাড়া করাও সহজ নয়, তাই তাঁদের লক্ষ্য ছিল পাওয়ার প্লে'তে দ্রুত উইকেট নেয়ার। তিনি আরও বলেন,
'ক্রিকেট সবসময়ই মজার খেলা। লো স্কোরিং ম্যাচগুলো আরও বেশী কঠিন হয়, প্রায় সব ম্যাচই। বিশেষ করে মিরপুরের উইকেটে, এখানে ব্যাটিং করা এতো সহজ নয়। রান তাড়া করা সব সময়ই কঠিন এখানে। আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল পাওয়ার প্লে'তে উইকেট নেয়ার।'