promotional_ad

দুর্দান্ত সাইফুদ্দিন, অপেক্ষা বাড়ল ঢাকার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের হাই ভোল্টেজ ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে মাত্র ১ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগেই প্লে-অফ নিশ্চিত করা কুমিল্লা এই জয়ে টেবিলের শীর্ষে উঠে এলো আর এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখলো ঢাকা ডাইনামাইটস। সেই সঙ্গে প্লে-অফ জায়গা করা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেল সাকিব বাহিনীর। শেষ ম্যাচে খুলনার বিপক্ষে জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে দলটির। তাই কুমিল্লার জয়ে প্লে-অফ নিশ্চিতের অপেক্ষা বাড়ল ঢাকার। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে শেষ ওভারে ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। ক্রিজে ছিলেন আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী ব্যাটসম্যান। চার উইকেট নেয়া কুমিল্লার পেসার সাইফুদ্দিনের শেষ দুই বলে প্রয়োজন ছিল ১২ রানের। ওভারের পঞ্চম বলে অফ সাইডে ফ্ল্যাট চক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ বলে সাইফুদ্দিনের দুর্দান্ত এক ইয়র্কারে চার রান নিতে সক্ষম হন রাসেল। ফলে ১ রানের জয় পায় কুমিল্লা। ৪ ওভারে ১ মেইডেন দিয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাইফুদ্দিন। 


এদিন ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে ঢাকা। ১৭ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার মিজানুর এবং উপুল থারাঙ্গা। মিজানুর ১৬ করলেও থারাঙ্গার ব্যাট থেকে আসে ০ রান। আর রনি তালুকদার ১ রান করে সাইফুদ্দিনের বলে বোল্ড হওয়ার খানিক পর সাকিব ফেরেন ৭ রান করে তরুণ মেহেদির বলে।


৪ উইকেট হারিয়ে বসা ঢাকার হাল ধরেন কাইরন পোলার্ড এবং সুনিল নারাইন। দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৪২ রান। বোলিংয়ে এসে নারাইনকে আফ্রিদি ২২ রানে প্ল্যাভিলিয়নে ফেরত পাঠালেও রাসেলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন পোলার্ড।


এরপর সাইফুদ্দিনের বলকে অফ সাইডে জোড়ে মারতে গিয়ে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পোলার্ড, পরের বলেই ফিরে যান সোহান। ৯০ রানে ৭ উইকেট হারানো ঢাকাকে তখনও স্বপ্ন দেখাচ্ছিলেন শুভাগত হোম এবং রাসেল। 


promotional_ad

১৯তম ওভারের শেষ বলে ১১২ রানের সময় হোম ওয়াহাব রিয়াজকে উইকেট দিয়ে ফিরলে শেষ ওভারে বোলিংয়ে এসে রুবেলকে লেগ বিফরের ফাঁদে ফেলেন সাইফুদ্দিন। দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে রাসেলকে স্ট্রাইক দেন শাহাদাত। 


শেষ ৪ বলে ১২ রান দরকার ছিল ঢাকার। স্ট্রাইকে থাকা রাসেল প্রথম দুই বলে কোন রান না নিতে পারলে ২ বলে ১২ রান প্রয়োজন হয় ঢাকার। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচটি আরও রোমাঞ্চকর করে তোলেন রাসেল। শেষ বলে ৬ রান দরকার হলেও সাইফুদ্দিনের দুর্দান্ত ইয়র্কারের সামনে ৪ রানের বেশী নিতে পারেন নি রাসেল। ১ রানের হার নিয়ে মাঠে ছাড়তে হয় ঢাকাকে। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন কাইরন পোলার্ড আর আন্দ্রে রাসেল অপরাজিত থাকেন ২৩ বলে ৩০ রান নিয়ে। 


এর আগে প্রথমে ব্যাট করে ঢাকা ডাইনামাইটসের পেসার রুবেল হোসেনের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রানে অল আউট হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন তামিম ইকবাল। ঢাকার হয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন রুবেল হোসেন।


সংক্ষিপ্ত স্কোরঃ


কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ১২৭ অল আউট (২০ ওভার) 


(তামিম ৩৮), (রুবেল ৪/৩০)  


ঢাকা ডাইনামাইটসঃ ১২৬/৯ (২০ ওভার)


(পোলার্ড ৩৪), (সাইফুদ্দিন ৪/২২) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball