ঢাকাকে মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিল কুমিল্লা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইটস। প্লে অফে জায়গা নিশ্চিত করতে হলে আজকের এই ম্যাচটিতে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাঁচা মরার এই ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং নেন ডাইনামাইটস অধিনায়ক সাকিব। সাকিবের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রানে অল আউট হয়েছে কুমিল্লা।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল কুমিল্লা। ৪.৫ ওভারে স্কোরবোর্ডে ৩৮ রান যোগ করলেও ওভারের শেষ বলে সুনিল নারাইনের বলে বোল্ড হন এভিন লুইস। ১৬ বলে ৮ রান আসে তাঁর ব্যাট থেকে।
এরপরের ওভারে প্রথম বলেই শাহাদাৎ হোসেনকে উইকেট ছুঁড়ে দেন বিজয়। ৪৫ রানে ২ উইকেট হারানো কুমিল্লা আরও বিপদে পড়ে তামিম ইকবাল সাজঘরে ফিরে যাওয়ায়। ব্যক্তিগত ৩৮ রানে রুবেল হোসেনের অসাধারণ এক ক্যাচে সাজঘরে ফেরেন এই ওপেনার।

এরপর দলীয় ৫৫ রানে সামসুর রহমান এবং ৬৪ রানে ইমরুল কায়েস ফিরলে বড় বিপদে পড়ে কুমিল্লা। সেখান থেকে দলকে টেনে তোলার কাজটা নিজের কাঁধে নেন আফ্রিদি এবং থিসারা পেরেরা।
১৮ রান করা আফ্রিদি নারাইনকে উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফিরলে দলীয় ৮৫ এবং ৮৭ রানে প্যাভিলিয়নে ফেরেন সাইফুদ্দিন এবং থিসারা। শেষের দিকে ওয়াহাব রিয়াজ সাকিবকে দুই ছক্কা হাঁকালেও ১৬ রান করে রুবেলের বদে বিদায় নেন তিনি।
শেষ পর্যন্ত নীচের সারির ব্যাটসম্যান মেহেদি হাসানের ১৫ বলে ২০ রানের উপর ভর করে ১২৭ রানে অল আউট হয় কুমিল্লা। ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ১২৭ অল আউট (২০ ওভার)
(তামিম ৩৮, মেহেদি ২০), (রুবেল ৪/৩০)