promotional_ad

ক্যানবেরায় বার্ন্স-হেডের রাজকীয় শতক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ওপেনার জো বার্ন্স এবং ট্রাভিস হেড। নিজেদের মধ্যে ৩০৮ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের ভীত গড়ে দিয়েছেন এই দুই ক্রিকেটার। হেড ১৬১ রানে সাজঘরে ফিরলেও বার্ন্স অপরাজিত আছেন ১৭২ রানে। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৪ রান।


এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীলংকার বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্ডোর দুর্দান্ত বোলিংয়ে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করতেই ৩ ব্যাটসম্যানকে হ???রিয়ে বসে অস্ট্রেলিয়া।


দলীয় ১১ রানে প্রথমে মার্কাস হ্যারিসকে সাজঘরে ফেরান ফার্নান্ডো। এরপরের অভারে বোলিংয়ে এসে উসমান খাওয়াজাকে ০ রানে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। নিজের পঞ্চম ওভারে মার্নাস ল্যাবুশেনকে নিজের প্রথম উইকেট হিসেবে তুলে নেন দিমুথ করুনারত্নে।


promotional_ad


২৮ রানে ৩ উইকেট হারিয়ে বসা অস্ট্রেলিয়ার হাল ধরেন ওপেনার জো বার্ন্স এবং ট্রাভিস হেড। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত শ্রীলংকার বোলারদের বিপক্ষে দেখে শুনে খেলে ১০৩ রান স্কোরবোর্ডে যোগ করেন দুজন। লাঞ্চের পর ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন দুজনই।


ফিফটি হাকিয়েই হাল ছেড়ে দেন নি দুজন। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এক সেশনে কোন উইকেট না হারিয়ে ১১৭ রান যোগ করেন তাঁরা। বার্ন্স তুলে নেন সেঞ্চুরি। বার্ন্স ১০৭ এবং হেড ৯১ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান।


শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন হেডও। বার্ন্সের পর সেঞ্চুরি হাঁকালেও ব্যক্তিগত ১৫০ রানে তাঁর আগেই পৌঁছে যান হেড। কিন্তু ১৬১ রানে থাকা অবস্থায় দলীয় ৩৩৬ রানে বিশ্ব ফার্নান্ডোর তৃতীয় শিকার হিসেবে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। ২০৪ বলে ২১ চার এবং ১ ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান এই বাঁহাতি ব্যাটসম্যান।


হেড ফিরলেও কার্টিস পেটারসনকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত ১৫০ তুলে নেন বার্ন্স। এরপর অবশ্য আর কোন উইকেট না হারিয়ে ৩৮৪ রান নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। ২৪৩ বলে ২৬ চারের সাহায্যে ১৭২ রানে অপরাজিত আছেন বার্ন্স। তাঁকে সঙ্গ দেয়া পেটারসনের স্কোর ২৫। ৯৯ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্ডো। 


সংক্ষিপ্ত স্কোরঃ


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩৮৪/৪ (৮৭ ওভার)


(বার্ন্স ১৭২*, হেড ১৬১), (বিশ্ব ফার্নান্ডো ৩/৯৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball