বাংলাদেশ ছাড়লেন হতাশ হেইলস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কাঁধের ইনজুরির কারণে চলমান বিপিএল ছেড়ে বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রংপুর রাইডার্সের ওপেনার অ্যালেক্স হেইলস। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এভাবে চলে যেতে চাননি ইংলিশ এই তারকা। অনেক বেশি হতাশা নিয়েই নিজ দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের টিম হোটেলে আয়োজিত অনুষ্ঠান কোচ এবং বাকি ক্রিকেটাররা যখন উপভোগ করছিলেন, সে সময় বিষণ্ণ দেখা যাচ্ছিল হেইলসকে। সে সময় ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে হেইলস জানিয়েছেন, দুর্ভাগ্য তাঁর এভাবে চলে যেতে হচ্ছে।

'হ্যাঁ, আমি অনেক হতাশ যে আমাকে আজ রাতেই যেতে হচ্ছে। দুর্ভাগ্যবশত,' বলেছিলেন হেইলস।
বিপিএলের চলমান আসরের প্রথম দিকে একদমই ফর্মে ছিলেন না হেইলস। শুরুর ম্যাচ গুলোতে ব্যাট হাসছিল না তাঁর। দলের বাইরেও ছিলেন কিছু ম্যাচ। কিন্তু আবার দলে ফিরে দেখালেন নিজের সামর্থ্য।
শেষ চারটি ম্যাচে রংপুরের জয়ে অসাধারণ ভূমিকা রেখেছিলেন তিনি। প্রতিপক্ষ বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়ে অপরাজিত ৮৫, ১০০, ৫৫ এবং ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি।
দলের জয়ে হেইলসের অবদান অপরিসীম, বৃহস্পতিবার স্বীকার করে নিয়েছেন রংপুরের কোচ টম মুডি। হেইলসের ইনজুরি প্রসঙ্গে তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত তাঁর টুর্নামেন্ট এখানেই শেষ। সে আমাদের দলে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।'