promotional_ad

ইংলিশদের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। কিমার রোচ-শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী দলের ব্যাটসম্যানরা। জনি বেয়ারস্টো এবং মঈন আলী ফিফটি হাঁকালেও ক্যারিবিয়ান পেসারের তোপে ইংলিশরা প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র ১৮৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে কোন উইকেট না হারিয়ে স্বাগতিকরা করেছে ৩০ রান। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবে জেসন হোল্ডারের দল।


এদিন অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৯৩ রানের মধ্যে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে সফরকারীরা। ৯৩ রানের মধ্যে ৫২ রানই আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। 


৯ চার এবং ১ ছক্কার সাহায্যে ইনিংসটি সাজিয়ে কিমার রোচের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন এই ইংলিশ ব্যাটসম্যান। ৬ উইকেট হারিয়ে বসা ইংলিশদের পক্ষে সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন মঈন আলী এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস।


দুজন মিলে যোগ করেন ৮৫ রান। মঈন তুলে নেন ফিফটি। কিন্তু ১০৪ বলে ৬০ রান করার পর দলীয় ১৭৮ রানে কিমার রোচের বলে শ্যানন গ্যাব্রিয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। 


promotional_ad

তার বিদায়ের পরপরই ফিরতে হয় ফোকসকে। এরপর আর বেশি দূর যেতে পারেনি সফরকারীরা। ইংলিশরা তাদের শেষ ৪ উইকেট হারিয়েছে মাত্র ৯ রানে। শেষ পর্যন্ত ১৮৭ রানে থামতে হয়েছে জো রুটের দলকে। উইন্ডিজ পেসার রোচ ৩০ রান খরচায় শিকার করেছেন ৪টি উইকেট। 


জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের বিপক্ষে মন্থর ব্যাটিং করেছেন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট এবং জন ক্যাম্পবেল। ২১ ওভার ব্যাটিং করে দিন শেষ হওয়া পর্যন্ত মাত্র ৩০ রান স্কোরবোর্ডে যোগ করেছেন তাঁরা। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবে স্বাগতিকরা।


সংক্ষিপ্ত স্কোরঃ


ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৭ অল আউট (৬১ ওভার)


(বেয়ারস্টো ৫২, মঈন ৬০), (রোচ ৪/৩০, গ্যাব্রিয়েল ৩/৪৫)


ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩০/০ (২১ ওভার) 


(ব্র্যাথওয়েট ১১*, ক্যাম্পবেল ১৬*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball