বোলিং পরীক্ষায় 'নতুন আঙ্গিকে' ধনঞ্জয়া

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলিংয়ে 'পরীক্ষা দিতে' শুক্রবার সকালে ভারতের চেন্নাইতে যাচ্ছেন শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া। এমন খবর নিশ্চিত করেছে স্বয়ং শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, কিছুদিন আগে ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কেননা বোলিংয়ের সময় হাত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যেতো ধনঞ্জয়ার।
গত বছরের নভেম্বর গল টেস্টে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে তাঁর অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিলো।

এরপর ২৩শে নভেম্বর ব্রিসবেনে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দেন আকিলা। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অনুমতি দেওয়ায় ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই বোলিং করেছেন ধনঞ্জয়া।
এবার অ্যাকশন শুধরে ফিরে আসছেন আকিলা, এমনটাই শোনা যাচ্ছে শ্রীলঙ্কান গণমাধ্যমে। গত দুই মাসে নতুন অ্যাকশনে নাকি নিবিড় অনুশীলন চালিয়ে গিয়েছেন আকিলা।
উল্লেখ্য শ্রীলঙ্কা ক্রিকেট দলের হয়ে এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ২৫ বছর বয়সী অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া। এখন পর্যন্ত দেশের হয়ে মাত্র ৫টি টেস্ট খেলে ২৭ উইকেট শিকার করেছেন তিনি।
ওয়ানডেতেও তাঁর পারফর্মেন্স যথেষ্ট উজ্জ্বল। ৩০টি ওয়ানডেতে মোট ৪৬টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ১৬টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন আকিলা।