মুডির চোখে এগিয়ে আছে আইপিএল ও বিপিএল

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইপিএল অনেক বেশি কঠিন একটি আসর, তবে সমগ্র বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর মধ্যে বিপিএলও অনেক কঠিন বলে মনে করছেন, রংপুর রাইডার্সের কোচ টম মুডি।
আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং ক্যারিয়ারের ইতি টেনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সুনাম অর্জন করেছেন মুডি। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোচিং করানো এই কোচের কাছে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর সম্পর্কে স্পষ্ট ধারণা আছে।

সেই সুবাদে আইপিএলকেই সবচাইতে এগিয়ে রেখেছেন তিনি। তবে বিপিএলের মান উন্নতির দিকে যাচ্ছে, এমনটাও স্বীকারোক্তি তাঁর। বৃহস্পতিবার দিন গণমাধ্যমকে জানান,
'এই আসরগুলো যার যার ক্ষেত্রে সবগুলোই সেরা। এটা অনুমান করা কঠিন। তারপরেও আমরা মনে করি আইপিএল বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি আসর। এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। কারণগুলোও আমরা জানি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিপিএল দারুণ উন্নতি করেছে।
'আইপিএলের বাইরে বিপিএল অনেক কঠিন আসর, বলাই যায়। এখন এখানে মানসম্পন্ন ক্রিকেটাররা আসছে, এখানকার ঘরোয়া ক্রিকেটেও উন্নতি হচ্ছে। এখানে সুযোগ সুবিধা বেড়েই যাচ্ছে, সবকিছু বিশ্বমানের হচ্ছে।'
উল্লেখ্য, প্রথম আসর থেকেই বছরের পর বছর নানান অব্যবস্থাপনায় হয়ে চলেছে বিপিএল। তবে সাম্প্রতিক সময়ে নানান বিতর্কের জন্ম দিলেও কিছু ক্ষেত্রে বিপিএলের উন্নতি চোখে পড়ার মতোই।