ভাইকিংস দলে প্রোটিয়া পেসার ভিলজয়েন

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বিপিএল গ্রুপ পর্বের একদম শেষ পর্যায়ে। কয়েকদিন পরেই শুরু হবে প্লে অফ। ঠিক এমন সময়ে চিটাগং ভাইকিংসে যোগ দিয়েছেন প্রোটিয়া পেসার হারদুস ভিলজয়েন।
মিডিয়ার সামনে এমন সংবাদ নিশ্চিত করেছে ভাইকিংস দলের এক কর্মকর্তা। ২৯ বছর বয়সী ভিলজয়েন আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন।

সেটাও ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। এরপরে আন্তর্জাতিক অঙ্গণে আর দেখা জায়নি তাঁকে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুপরিচিত হতে চলেছেন ভিলজয়েন।
মুলতান সুলতান্সের হয়ে পাকিস্তান সুপার লীগে খেলেছেন তিনি। এবার খেলছেন বিপিএলে। ভাইকিংসের গ্রুপ পর্বের ম্যাচ বাকী আছে একটি, এরপরেই প্লে অফ।
বিশ্বের বিভিন্ন লীগে খেলা ভিলজয়েন এখন পর্যন্ত টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৮৭ টি। উইকেট পেয়েছেন ৯৮ টি। সেরা বোলিং ফিগার ১৬ রান খরচায় পাঁচ উইকেট।
এদিকে আগামী আইপিএলেও মাঠ মাতাবেন ভিলজয়েন। শেষবারের নিলামে ৭৫ লক্ষ্য রুপি দিয়ে তাঁকে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।