ওয়ানডে নয়, টেস্ট দলে ইমরুল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বৃহস্পতিবার বিকেলে জানা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ইমরুল কায়েসকে। ??িন্তু এবার জানা গেল, পুরো বিষয়টি এখনও নিশ্চিত নয়।
কেননা জাতীয় দলের নির্বাচকরা ওয়ানডেতে নয়, টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করছেন ইমরুলকে। আর সেই সিদ্ধান্তও এখনও দোদুল্যমান। এই প্রসঙ্গে নির্বাচনমন্ডলীর এক সদস্য জানান,

'আপনারা সবাই জানেন, আমরা একজন দুইজন ব্যাক আপ প্লেয়ার প্রস্তুত রাখি। সেভাবেই ইমরুলের নামটি এসেছে। তবে সেটা টেস্টের জন্য। এটি এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে কোচ স্টিভ রোডস কক্সবাজার থেকে ফিরবেন। তার সাথে বসে একটি সিদ্ধান্ত নেব।'
উল্লেখ্য, ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে দারুণ ছন্দে ছিলেন ইমরুল কায়েস। তিন ম্যাচে দুটি শতক হাঁকানোর পাশাপাশি করেছিলেন ৩৪৯ রান। সেই সিরিজের পর উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্লান ছিল তাঁর পারফর্মেন্স।
তারপরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দল থেকে বাদ পড়তে হয় ইমরুলকে। সর্বশেষ ১০টি ওয়ানডেতে মোট ৫০৫ রান করেছেন ইমরুল। ওপেনার তামিম ইকবালের পর টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।
দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলে খেলছেন ইমরুল কায়েস। ৩৭টি টেস্টে ২৫.৩৭ গড়ে ৩৬৮১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ৩টি শতক এবং ৪টি অর্ধশতক।