মুশফিকদের 'শীর্ষ দুই' মিশনের বাধা সিলেট

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুক্রবার সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.০০ টায়।
ঘরের মাঠেই নিজেদের প্লে অফ নিশ্চিত করেছে চিটাগং। যদিও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। জয় পেলে দোদুল্যমান এই পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে চিটাগংয়ের।
পয়েন্ট টেবিলের বর্তমান শীর্ষ দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে তৃতীয় অবস্থানে আছে তাঁরা।
রংপুর এবং কুমিল্লা উভয় দলের যথাক্রমে একটি ও দুইটি ম্যাচ বাকী। অপরদিকে আসরে প্লে অফ খেলার কোনোই সম্ভাবনা নেই সিলেট সিক্সার্সের।

মুশফিকুর রহিমের দলটির বিপক্ষে নামার আগে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিলেট। ১১ ম্যাচ খেলে মাত্র চারটি জয় আদায় করে নিতে পেরেছে দলটি।
এদিকে বিপিএলের চলতি আসরে দুই দলের প্রথম লড়াইয়ে জিতেছিল সিলেট সিক্সার্স। শুক্রবার মাঠে নামার আগে এটাই তাঁদের একমাত্র অনুপ্রেরণা।
নজর থাকবে যাদের উপরঃ
মুশফিকুর রহিমঃ- আসরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রান করার সুখ্যাতি আছে ভাইকিংস অধিনায়কের। এই ম্যাচেও রান করে দলকে জেতাতে চাইবেন তিনি।
নিকোলাস পুরানঃ- আসরের শুরু থেকেই ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে সিক্সার্স ব্যাটসম্যান নিকোলাস পুরানের। নিজেদের শেষদিনের ম্যাচেও রাজশাহীর বিপক্ষে ৩১ বলে ৭৬ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন তিনি।
চিটাগং ভাইকিংস স্কোয়াডঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ- লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।