দেশে ফিরে যাচ্ছেন অ্যালেক্স হেলস

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্লে-অফ না খেলেই দেশে ফিরে যাচ্ছেন রংপুর রাইডার্সের ওপেনার অ্যালেক্স হেলস। কাঁধের ইনজুরির কারণে দেশে ফিরতে হচ্ছে ইংল্যান্ডের এই হার্ড হিটিং ব্যাটসম্যানকে।
হেলসের দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি। তাঁর দেশে ফিরে যাওয়ার বিষয়টি গতকাল রাতেই পেয়েছেন তিনি।
রংপুরের হয়ে শেষ ম্যাচে মাঠে নেমেই চোট পেয়েছেন হেলস। যেকারণে ফিল্ডিং করেন নি তিনি। পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ইংলিশ ওপেনার। মুডির ভাষায়,

'আমরা গত রাতে এই খবরটি পেয়েছি। তাঁকে লন্ডনে ফিরে যেতে হবে বাম কাঁধের চিকিৎসার জন্য। গত ম্যাচে সে বাম কাঁধে চোট পেয়েছিলো। সে ফিল্ডিং করেনি এরপর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুরোধ করেছে তাঁকে ফেরানোর জন্য এবং সেখানে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য।
'দেশে ফিরে তাঁর এমআরআই করানো হবে। দুর্ভাগ্যজনকভাবে তাঁর টুর্নামেন্টটি শেষ হয়ে গিয়েছে, তবে অবশ্যই সে অনেক ভ্যালু যোগ করেছে আমাদের দলে। তবে আমাদের প্রয়োজনীয় রসদ আছে টপ অর্ডারের জায়গা পূরণ করার জন্য।'
এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চম স্থানে আছেন হেলস। ৮ ম্যাচ তাঁর মোট ৩০৪ রান করেছেন তিনি।
১৬৭ স্ট্রাইক রেটে তাঁর নামের পাশে রয়েছে দুটি অর্ধশতক এবং একটি শতক। ব্যক্তিগত ১০০ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ।
তবে হেলস চলে যাওয়ায় রাইডার্সে কেউ যোগ দিবেন কিনা সেই ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করেনি রাইডার্স কর্তৃপক্ষ। তাঁর অনুপস্থিতিতে একাদশে ফিরতে পারেন রবি বোপারা অথবা বেনি হাওয়েল।